Richest Barber: চুল কেটেই ৪০০ বিলাসবহুল গাড়ির মালিক! কোন কারসাজিতে ইনি আজ নাপিত থেকে কোটিপতি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Although he is a barber by profession, Ramesh Babu has 400 luxury cars in his collection: যখনই আলোচনা করা হবে ভারতে সবথেকে নামিদামি গাড়ি কার সংগ্রহে আছে, স্বাভাবিকভাবেই দেশের বড় বড় ব্যবসায়ী আম্বানি, আদানি কিংবা বিড়লাদের নাম মাথায় আসবে। কিন্তু জানলে আশ্চর্য হবেন যে সবাইকে পেছনে ফেলে দিয়েছেন খবরের কাগজ বিক্রেতা ও পেশায় নাপিত রমেশ বাবু (Richest Barber)। দশ কুড়িটা নামিদামি গাড়ি নয় একেবারে ৪০০টা বিলাসবহুল গাড়ি আছে তার গ্যারেজে। মার্সিডিজ থেকে বেন্টলে তাঁর গ্যারাজ এর শোভা বাড়িয়েছে দুর্ধর্ষ সব স্পোর্টস কার। দুর্ধর্ষ এইসব বিলাসবহুল গাড়ির কালেকশন নেই টাটা বিড়লাদের কাছে। বেঙ্গালুরুতে অবস্থিত এই নাপিতের গাড়ির কালেকশন অবাক করবে আপনাকে।

Advertisements

খুব ছোটবেলা থেকেই সেলুনের কাছে হাতে করে হয়ে যায় তার। সাত বছর বয়সে বাবাকে হারিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য যথেষ্ট সংগ্রাম করতে হয় তাকে। পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছল রাখার জন্য নানারকম কাজ করতে হয় রমেশ বাবুকে (Richest Barber)। প্রথমে তিনি বাড়ি বাড়ি গিয়ে কাগজের বিক্রি করতেন এবং তারপরে ১৯৯০ সালে শুরু করেন সেলুনের কাজ। বর্তমানে তিনি ৪০০টি দামি গাড়ির মালিক হলেও ব্যবসা শুরু হয়েছিল মারুতি ওমিনি (Maruti Omni) দিয়ে। এই গাড়ি ভাড়া খাটিয়ে নতুন ট্রাভেলিংয়ের ব্যবসা শুরু করেন রমেশ। চলতে থাকে সেলুনও। আস্তে আস্তে তিনি পরিণত হন উদ্যোগপতি হিসাবে। বেঙ্গালুরু শহরে তিনি ও তাঁর সংস্থা প্রথম যারা ভাড়া গাড়ি হিসেবে মার্সিডিজ অফার করা শুরু করে।

Advertisements

তাঁর (Richest Barber) নিজের সংগ্রহে যেসব গাড়ি আছে ভারতের বড় বড় ব্যবসায়ী কিংবা শিল্পপতিদের কাছেও তা নেই। তার মধ্যে অন্যতম হলো রোলস রয়েস (Rolls Royce Ghost) যার বাজারমূল্য ৩ কোটি টাকা এবং মার্সিডিজ (Mercedes Maybach S600), এটির দাম ২.৬ কোটি টাকা। এ ছাড়া রয়েছে BMW, Jaguar, Land Rover, Bentley এবং অন্যান্য বিলাসবহুল সেডান। জানলে অবাক হবেন রমেশ বাবুর রেন্টাল সংস্থায় পরিষেবা নিয়েছেন দেশের বড় বড় সেলেব্রিটিরাও যেমন অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, আমির খান এবং শচীন তেন্ডুলকারের মতো ক্রীড়া তারকারাও। তিনি কর্নাটকের অন্যতম বিলিয়নিয়ার এবং তাঁর সংস্থার নাম রমেশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।।

Advertisements

ভারতের বড় বড় তারকা ও শিল্পপতিদের পিছনে ফেলে সেই জায়গা দখল করে নিয়েছেন রমেশ বাবু (Richest Barber)। রোলস রয়েস বা মার্সিডিজ কালেকশনের কথা উঠলে মুকেশ আম্বানি, গৌতম আদানি বা বড় ক্রীড়া তারকাদের কথায় প্রথম মাথায় আসে। কিন্তু গাড়ির প্রতি অদম্য ভালোবাসা ও শখ রমেশ বাবুকে আজকে সবার থেকে আলাদা করে তুলেছে। ভারত তথা এশিয়ার ধনকুবের ব্যক্তি মুকেশ আম্বানির কাছেও এই ধরনের চার চাকার কালেকশন নেই। ধনকুবেরের সংগ্রহ ১৬৮টি গাড়ি। আর গৌতম আদানির আছে মাত্র ১০ টি চার চাকা।

তবে এই কথা স্বীকার করতে হবে যে শিল্পপতিদের কাছে যেসব চারচাকা আছে তা একেবারেই অসাধারণ। কারণ শিল্পপতিরা তাঁদের গাড়িতে একাধিক কাস্টমাইজেশন করান সেই কারণে গাড়ির বাজার মূল্য অনেকটাই বৃদ্ধি পায়।পাশাপাশি তাঁদের গাড়িতে থাকে ভিআইপি নম্বর প্লেট যা পেতে খরচ করতে হয় লক্ষাধিক টাকা। মাত্র ৭৫ টাকা নিয়ে চুল কাটতেন রমেশ বাবু। আজ তিনি চড়েন বিশ্বের সবচেয়ে দামি ও বিলাসবহুল চার চাকা হিসেবে পরিচিত Rolls Royce Ghost। বিলাসবহুল এই গাড়িটিতে রয়েছে পাঁচটি আসন এবং ৫৬৩টি ঘোড়ার সমান শক্তি উৎপন্ন করতে পারে। একটি পাঁচতারা হোটেলে গেলে আপনি যে ধরনের সুবিধা পাবেন সবকিছুই পাওয়া যাবে রমেশ বাবুর গাড়িতে।

Advertisements