inspite of one of the richest businessman, still Azim Premji drives a second hand car: ভারতের বিখ্যাত ব্যাবসায়ী আজিম প্রেমজি (Azim Premji) যে মনের দিক থেকে খুবই দয়ালু মানুষ সে কথা অনেকেরই জানা। প্রেমজি উইপ্রো-এর প্রাক্তন চেয়ারম্যান। সম্প্রতি তার জন্মদিন গেল।বর্তমানে তার বয়স হয়েছে ৭৮ বছর। আজিম প্রেমজি ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ মানের জীবজ-যাপন করে থাকেন। আজিম প্রেমজি নামে তার একটি ফাউন্ডেশন আছে। অগাধ বিত্তশালী হলেও সমাজে তিনি একজন সমাজসেবী নামে খ্যাত।
আজিম প্রেমজি (Azim Premji) প্রতি বছর গরীবদের পিছনে বহু অর্থ ব্যয় করেন। সম্পদশালী এই মানুষটির তেমন কোন শখের কথাও শোনা যায় না। গাড়ির বিষয়েও বিশেষ কোনো শখ তার নেই। তিনি অন্যান্য ধনী মানুষদের মতো বিলাস বহুল গাড়িতে চড়তে খুব একটা পছন্দ করেন না। তার কাছে হোন্ডা সিটি, ফোর্ড এস্কর্ট, টয়োটো করলা এর মতো কয়েকটি গাড়ি আছে। কিন্তু তিনি আবার সেকেন্ড হ্যান্ড গাড়ি চড়েন। যা ভাবলে বড় অবাক লাগে।
জানা যায় তিনি একবার তার এক সংস্থার কর্মীর থেকে একটি সেকেন্ড হ্যান্ড মার্সিডিজ গাড়ি কিনেছিলেন। আজিম প্রেমজি (Azim Premji) এর কাছে যে সেকেন্ড হ্যান্ড মার্সিডিসটি রয়েছে তার দাম ভারতে ৭৫ লক্ষ টাকা থেকে শুরু। তিনি এতটাই সাধারণ যে, প্রয়োজনে তিনি টোটো রিক্সাতে চড়তেও দ্বিধাবোধ করেন না। তার এই নীতি আমাদের এক অনুপ্রেরণার যোগান দেয়।
তবে তার কাছে এই গাড়িটি ছাড়াও টয়োটোর করলা নামক একটি গাড়ি রয়েছে যার বয়স ৫০ বছরের ওপরে। বলা হয় এই গাড়িটি ১৯৬৬ সালের টয়েটো কোম্পানির প্রথম গাড়ি। এই টয়োটা করলা পুরো পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির মধ্যে অন্যতম।
অন্যান্য ধনী মানুষেরা নিজেদের গাড়ি নিয়ে এক বিশেষ প্রবণতা দেখায়। তাদের গ্যারেজে নামিদামি সব স্পোর্টস গাড়ি এবং নামিদামি কোম্পানির গাড়ির লাইন লেগে থাকে। কিন্তু আজিম প্রেমজি (Azim Premji) এর কাছে তেমন কোন গাড়ির কালেকশন নেই, যা তার গ্যারেজ না দেখলে বোঝা যাবেনা। তিনি নিত্য যাতায়াতের জন্য হোন্ডা সিটি গাড়িকে বেশি প্রাধান্য দেন। কারণ এর দাম ১১ লক্ষ ৬০ হাজার থেকে শুরু। তার সাথে সাথে এর পারফরম্যান্স এবং মাইলেজও অসাধারণ।