রিকি পন্টিং কিনলেন নতুন বাড়ি, যা দেখলে লজ্জা পাবেন আম্বানিও

Antara Nag

Published on:

Advertisements

অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ব্যাটারদের মধ্যে একজন রিকি পন্টিং (Ricky Ponting)। ক্রিকেট ময়দানে ব্যাট হাতে তাঁর দাপট দেখেছে গোটা বিশ্ব। সফল ব্যাটার থেকে সফল অধিনায়ক (Captain), সব তকমাই রয়েছে তাঁর। এ বার মাঠের বাইরে এক নজির গড়লেন তিনি। মেলবোর্নে (Melbourne) ২০ মিলিয়ন মার্কিন ডলারের একটি বিলাসবহুল আবাসন কিনে শিরোনামে দিল্লি ক্যাপিটালসের কোচ (Delhi Capitals) রিকি পন্টিং।

Advertisements

রিকি পন্টিং বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সফলতম অধিনায়কদের মধ্যে একজন। বিশ্বকাপ জিতেছেন তিনবার। তার মধ্যে দুইবার তিনি অধিনায়ক ছিলেন। ২০০০ সালের পর থেকে অস্ট্রেলিয়ার যে সোনার অধ্যায় শুরু হয়েছিল সেই সময় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। স্টিভ ওয়ার থেকে দায়িত্ব গ্রহণ করেন রিকি। এই অজি কিংবদন্তি ১৬৮ টেস্ট ম্যাচ খেলে করেছেন ৪১টি শতরান। গড় ৫১.৮৫। করেছেন ১৩ হাজার ৩৭৮ রান। ৩৭৪টি ওয়ান ডেতে পন্টিং ২৯টি শতরান সহ ৪১.৮১ গড়ে ১৩ হাজার ৫৮৯ রান করেছেন। ক্রিকেটার জন্য বহুবার শিরোনামে এসেছেন তিনি। তবে এবার তার শিরোনামে আসার কারণ অন্য। সম্প্রতি বহুমূল্যের একটি বাসভবন কিনে শিরোনাম দখল করেছেন তিনি।

Advertisements

অস্ট্রেলিয়ান মিডিয়ায় (Australian Media) প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, প্রাক্তন অধিনায়ক তুরাক ম্যানশন কিনতে কয়েক মিলিয়ন ডলার খরচ করেছেন। যেটি মেলবোর্নের সবচেয়ে ব্যয়বহুল শহরতলিতে অবস্থিত। ১৪০০ স্কোয়ার মিটার জুড়ে বাড়িটি অবস্থিত। সাতটি বেডরুম। ঝা চকচকে মার্বেল দিয়ে বাঁধানো রান্নাঘর। রড আয়রনের চোখ ধাঁধানো সিঁড়ি। ওপেন-প্ল্যান ইনডোর-আউটডোর লিভিং স্পেস। বিলাসবহুল সুইমিং পুল। কি নেই এই বাড়িতে? আর এই ম্যানসন কেনার জন্যই এখন চর্চায় অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।

Advertisements

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, এই বাড়িটি কিনতে তিনি খরচ করেছেন ২০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা ১১৪ কোটি টাকা। বাড়িটির প্রাথমিক মূল্য ধরা হয়েছিল ১৯ মিলিয়ন ডলার থেকে ২০.৬ মিলিয়ন ডলার। কিন্তু তার থেকে বেশি মূল্যেই বাড়িটি কিনেছেন পন্টিং। এমনটাই জানা যাচ্ছে। এই বাড়িটির জন্য তাকে খরচ করতে হয়েছে ২০.৭৫ মিলিয়ন ডলার। আর এই বাড়িটি পন্টিংয়ের কেনা দ্বিতীয় ম্যানসন।

এর আগে স্ত্রী রিয়ানা এবং তিন সন্তানকে নিয়ে পুরনো বাড়িতেই থাকতেন তিনি। প্রায় দশ বছর আগে ইংল্যান্ডের ব্রাইটনে তার পুরনো বিলাসবহুল ম্যানসনটি কেনেন পন্টিং। সে সময় যার মূল্য ছিল ৯.২ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় টাকায় এর বর্তমান মূল্য প্রায় ৭৬ কোটি। ব্রাইটনের সেই গোল্ডেন মাইন বাড়িতে রয়েছে সাতটি বেডরুম। আটটি শৌচালয়। একটি অভ্যন্তরীণ থিয়েটার ও সৈকতে যাওয়ার জন্য ব্যক্তিগত রাস্তা। এছাড়াও আরও একটি বাড়ি আছে রিকি পন্টিং- এর। সেই বাড়িটি তুলনামূলকভাবে ছোট। সেখানে চারটি বেডরুম, তিনটি শৌচালয় রয়েছে বলে জানা গিয়েছে। আর সেই বাড়িটি ২০১৯ সালে কেনেন রিকি।

Advertisements