Rinku Singh Salary: ১০-২০ টাকায় খেলার অভ্যাস ছিল রিঙ্কুর, এখন KKR থেকে পান এত টাকা

Antara Nag

Published on:

Advertisements

Rinku Singh got this amount of money from KKR by playing IPL this year: ভারতীয় ক্রিকেট দলের অন্যতম উঠতি প্লেয়ার রিঙ্কু সিং। মাঠে নেমে সব সময় নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছেন তিনি। ভারতীয় দলের জার্সি গায়ে দিয়ে হোক অথবা আইপিএল এর ময়দানে, তার পারফরম্যান্স আলাদাভাবে দাগ কেটেছিল দর্শকের মনে। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম জনপ্রিয় খেলোয়াড় রিঙ্কু সিং (Rinku Singh Salary) এর পারফরম্যান্স দেখে অনেকেই ভেবেছিলেন বিশ্বকাপে ভারতীয় দলে তার নাম থাকবে। কিন্তু হতাশ হয়েছেন তার অনুগামীরা। ভারতীয় দলে তার নাম আছে ঠিকই, তবে সেটা রিজার্ভ ক্যাটাগরিতে।

Advertisements

আলীগড়ে জন্মানো রিঙ্কু সিং (Rinku Singh Salary) নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আইপিএল তার জীবনের পুরো ছন্দটাকেই পাল্টে দিয়েছে। ২০২৪ আইপিএলে তিনিই সেরা সেরা। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে জিতেছেন সকলের মন। কেকেআর যেন রীতিমতো আদর যত্ন তুলে রেখেছে রিঙ্কু সিংকে। তার এই সাফল্য দেখে ২০২৪ টি-২০ বিশ্বকাপে প্রথম একাদশে তার নাম আশা করেছিল তার অনুগামীরা। কিন্তু বিসিসিআইয়ের পক্ষ থেকে তার নাম রাখা হয়েছে রিজার্ভ ক্যাটাগরিতে এতে তার অনুগামীরা ভীষণভাবেই হতাশ হয়েছেন।

Advertisements

২০২৪ এর আইপিএলে রিঙ্কু সিং (Rinku Singh Salary) আহামরি পারফরম্যান্স দেখাতে পারেননি। এমনও নয় যে তিনি তার পারফরমেন্স দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তবে তিনি যে কোলকাতা নাইট রাইডার্সের অন্যতম শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ সদস্য তা তিনি প্রমাণ করেছেন। নিজের অস্তিত্ব প্রমাণ করেছেন নিজের মতন করে। আর সেই পদ্ধতি সকলকে আকৃষ্ট করেছে তার দিকে। আহামরি ফল না করলেও তার পারফরমেন্সের ধরন দুর্দান্ত। দর্শকের মন জয় করার জন্য এটুকুই যথেষ্ট ছিল। তার ভক্তরা তার জয়গান গাইছে।

Advertisements

আরও পড়ুন ? Rinku Singh: দু’বেলা ভাত জোটাতে হিমশিম খেতে হত! সেই রিঙ্কু আজ কত টাকার মালিক জানেন!

ভারতীয় দলই হোক বা আইপিএল যে কোন খেলায় অংশগ্রহণ করলে মাইনে হিসেবে প্রত্যেক খেলোয়ারকে কিছু টাকা দেওয়া হয়। এ কথা আমরা সবাই জানি। কিন্তু কোন খেলার জন্য কত টাকা মাইনে পায় তার হিসেব বোধহয় আমাদের জানা নেই। রিংকু সিং (Rinku Singh Salary) আইপিএল খেলে কত টাকা মাইনে পান তা কি আন্দাজ করতে পারেন? কলকাতা নাইট রাইডার্স কিন্তু রিংকু সিং কে মাইনে বাবদ খুব বেশি টাকা দেন না আইপিএল এর প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে আলাদাভাবে নজর কেড়েছেন তিনি। কিন্তু আইপিএল থেকে তার আয় তুলনামূলকভাবে সামান্যই বলা চলে।

২০২৪ আইপিএল এ বিজয়ী দলের শিরোপা জিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের এই সাফল্যের পর সাক্ষাৎকারে তার আয় সম্পর্কে জানিয়েছে রিঙ্কু সিং (Rinku Singh Salary) বলেন, ৫৫ লাখ টাকা তার কাছে অনেক। ছোটবেলায় মাত্র ১০ থেকে ২০ টাকা হাতে পেলেই মনে করতেন অনেক কিছু পেয়ে গেছেন। সেই তুলনায় এখন তো সত্যিই অনেক টাকা হাতে পান তিনি। তাই এই আয় নিয়ে তার কোন আক্ষেপ নেই। তিনি মনে করেন ভগবান তাকে যা দিয়েছে তাতেই তার খুশি থাকা উচিত

Advertisements