Rinku Singh: রিঙ্কু সিংয়ের অধিনায়কত্বে প্রথম ম্যাচেই শেষ বলে ছক্কা মেরে বাজিমাত

Prosun Kanti Das

Published on:

Advertisements

Rinku Singh: উত্তর প্রদেশ প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় সংস্করণের প্রথম ম্যাচেই ঝড় তুললেন মিরাট ম্যাভেরিক্সের নতুন অধিনায়ক রিঙ্কু সিং (Rinku Singh)। ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা রিঙ্কু, অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই দেখিয়ে দিলেন কেন তিনি প্রতিভার বিস্ফোরণ। টস জিতে কৌশলগতভাবে প্রতিপক্ষ কাশি রুদ্রকে ব্যাটিংয়ে পাঠান রিঙ্কু, এবং দলের বোলারদের মন্ত্রমুগ্ধ পারফরম্যান্সের জোরে প্রতিপক্ষকে মাত্র ১০০ রানেই গুটিয়ে দেন।

Advertisements

রিঙ্কু সিংয়ের (Rinku Singh) নেতৃত্বে মিরাট ম্যাভেরিক্সের বোলাররা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। স্পিনারদের মোক্ষম সময়ে আক্রমণে এনে রিঙ্কু প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ভুল করতে বাধ্য করেন। প্রতিপক্ষ যখনই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, তখনই রিঙ্কুর সুচারু ক্যাপ্টেন্সি তাদের পরাজয়ের দিকে ঠেলে দেয়। পুরো ১৯.২ ওভারে মাত্র ১০০ রানেই কাশি রুদ্রকে অলআউট করে দেন মিরাটের বোলাররা, যা টুর্নামেন্টের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।

Advertisements

১০১ রানের সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মিরাটের ব্যাটাররা শুরু থেকেই দুরন্ত আক্রমণ চালিয়ে যান। বিশেষ করে ওপেনার স্বস্তিক চিকারা মাত্র ২১ বলে বিধ্বংসী হাফসেঞ্চুরি করে দর্শকদের মন জয় করে নেন। যদিও মাঝখানে কিছুটা বিপাকে পড়ে মিরাট ম্যাভেরিক্স, কিন্তু নবম ওভারে অধিনায়ক রিঙ্কু সিং ক্রিজে এসে সবাইকে তাক লাগিয়ে দেন। প্রথম বলেই একটি সিঙ্গল নেওয়ার পর পরবর্তী ডেলিভারিতে ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন তিনি, যা পুরো মাঠকে উচ্ছ্বাসে মাতিয়ে তোলে।

Advertisements

আরো পড়ুন: ১০-২০ টাকায় খেলার অভ্যাস ছিল রিঙ্কুর, এখন KKR থেকে পান এত টাকা

প্রথম ম্যাচেই এই দুর্দান্ত জয়ে মিরাট ম্যাভেরিক্স দলের জন্য শুরুটা স্বপ্নময় হয়ে উঠেছে। রিঙ্কু সিংয়ের অভিষেক নেতৃত্বের এই সাফল্য তাঁকে আরও বড় মঞ্চের জন্য প্রস্তুত করছে। তাঁর নেতৃত্বে দল যে কতটা শক্তিশালী হয়ে উঠেছে, তা প্রমাণ করেছে এই ম্যাচ। ভক্তদের আশা, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও রিঙ্কু ও তাঁর দল একই রকম পারফর্ম করে যাবে।

এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই রিঙ্কু সিং (Rinku Singh) এবং স্বস্তিক চিকারা যে ঝড় তুলেছেন, তা শুধু মিরাট ম্যাভেরিক্স নয়, পুরো লিগের মান বৃদ্ধি করেছে। বিশেষ করে স্বস্তিকের অনবদ্য ব্যাটিং তাঁকে আইপিএলের পরবর্তী সিজনের জন্য বড় সুযোগ এনে দিতে পারে। রিঙ্কুর এই অভিষেক নেতৃত্বে মিরাট ম্যাভেরিক্সের জন্য সামনে যে আরও সাফল্য অপেক্ষা করছে, তা বলা বাহুল্য।

Advertisements