Rinku Singh: দু’বেলা ভাত জোটাতে হিমশিম খেতে হত! সেই রিঙ্কু আজ কত টাকার মালিক জানেন!

Antara Nag

Published on:

Advertisements

রিঙ্কু সিং (Rinku Singh) বর্তামানে খুবই আলোচিত একটি নাম। যিনি পেশায় একজন ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer)। মূলত উত্তর প্রদেশের হয়ে খেলেন তিনি। এবার তিনি কলকাতা নাইট রাইডার্স (KKR) এর হয়ে খেলছেন। তার এই বার আইপিএল এর একটি ম্যাচের শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে খবরের শিরোনামে উঠে আসেন তিনি। তবে জানেন কি রিঙ্কু সিংহের (Rinku Singh) আয় কত?

Advertisements

দারিদ্রতার সঙ্গে লড়াই করে ক্রিকেট খেলতে হয়েছে রিঙ্কুকে। আর সেই মনোভাবই এদিন মাঠেও দেখা গিয়েছে। একটা সময় চরম আর্থিক কষ্টের মধ্যে খেলা ছাড়ার সিদ্ধান্তও প্রায় পাকা করে ফেলেছিলেন বাঁ হাতি ব্যাটার। ঠিক সেই সময় আইপিএল-এ সুযোগ পান রিঙ্কু সিং (Rinku Singh)। এখন প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন তিনি।

Advertisements

রিংকু সিংকে ২০১৭ সালের নিলামে কিংস ইলেভেন পঞ্জাব (বর্তমানে পঞ্জাব কিংস) ১০ লক্ষ টাকায় কিনেছিল। কিন্তু আইপিএলের ওই মরশুমে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। ২০১৮ সালের মরশুমে, রিঙ্কু সিং (Rinku Singh) কে ৮০ লক্ষ টাকা মূল্যে কলকাতা নাইট রাইডার্স (KKR) তাদের দলে নেয়। এরপর থেকেই তিনি কলকাতা নাইট রাইডার্সের দলে রয়েছেন।

Advertisements

২০১৯, ২০২০ এবং ২০২১ সালের আইপিএল মরশুমেও তিনি কেকেআর থেকে ৮০ লক্ষ টাকা পেয়েছেন। কিন্তু রিংকুকে কেকেআর আইপিএল ২০২২-এর মেগা নিলামে ৫৫ লক্ষ টাকায় কিনেছিল। অর্থাৎ তারা আগের চেয়ে কম টাকায় রিঙ্কুকে পেয়েছে। বর্তমানে রিঙ্কুর মাসিক আয় প্রতি মাসে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা। এর মধ্যে আইপিএল থেকে আয়ের একটি বড় অংশ রয়েছে।

কিন্তু এখন আইপিএলে যে ভাবে রিংকুর ব্যাট চলছে, শিগগিরই বিজ্ঞাপন জগতে তাঁর চাহিদা বাড়তে চলেছে। যার ফলে তাঁর আয়ও বাড়বে। কারণ আইপিএলের অন্য তারকারাও বিজ্ঞাপনের মাধ্যমে মোটা টাকা আয় করছেন। আগামী কয়েকদিনের মধ্যেই বিজ্ঞাপন জগতে রিঙ্কু সিংয়ের ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দারিদ্র্যের মধ্যে যেভাবে রিংকুর প্রতিভা সামনে এসেছে, তা অন্য যুবকদের জন্য অনুপ্রেরণার।

Advertisements