নিজস্ব প্রতিবেদন : ব্যাট করতে নামা একজন ব্যাটসম্যান বিপক্ষ দলকে ফিল্ডিং সাজাতে সাহায্য করছেন। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এমন দৃশ্য কতবার দেখা গিয়েছে তা কেউ মনে করতে পারছেন না। তবে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এমন দৃশ্য এবার দেখা গেল ভারত-বাংলাদেশের প্রথম টেস্টে (India Bangladesh Test)। যে টেস্টে ঋষভ পন্থ ব্যাটিং করার সময় বাংলাদেশকে ফিল্ডিং সাজাতে সাহায্য করেন।
বাংলাদেশের বিরুদ্ধে যখন প্রথম টেস্টে ভারত চালকের আসনে রয়েছে সেই সময় তৃতীয় দিনে এমন ঘটনা দেখা গেল। ঋষভ পন্থ যেভাবে বাংলাদেশকে ফিল্ডিং সাজাতে সাহায্য করেছেন সেই দৃশ্য দেখে একদিকে যেমন নেট নাগরিকরা হেসে কুপোকাত, ঠিক সেই রকমই হাসি ধরে রাখতে পারেননি কমেন্ট্রি বক্সে বসে থাকা ধারাভাষ্যকরও। কারণ ঋষভ পন্থের কথোপকথন তখন স্টাম্প মাইকে ধরা পড়েছে।
চিপকে ভারত ও বাংলাদেশের প্রথম টেস্টের তৃতীয় দিনের এমন ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে জিওসিনেমা। যে ভিডিওটি আপলোড করার পর রীতিমত ভাইরাল হয়ে পড়ে। ভাইরাল হয়ে পড়ার পেছনে আরও বড় কারণ হিসাবে যা ধরা হচ্ছে তা হল, ঋষভ পন্থ যখনই বলেন ‘এখানে একজন লাগবে’, অমনি বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত একজনকে সেখানে পাঠিয়েও দেন।
আরও পড়ুন : Viral Video: উত্তরপ্রদেশে রেল ইঞ্জিন বিকল, নিজেরাই ঠেলে সরালেন রেলকর্মীরা, দেখুন ভাইরাল ভিডিও
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ঋষভ পন্থ যখন ব্যাট করছেন তখন তিনি বাংলাদেশের ক্যাপ্টেন শান্তকে ফিল্ডিং কম দেখে বলেন, ‘ভাই এখানে একজন লাগবে। কম আছে।’ ঋষভ পন্থের এমন কথা শোনার পর বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত এবং বোলার ওই জায়গায় একজন ফিল্ডারকে পাঠিয়ে দেন। স্বাভাবিকভাবেই এমন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়ে পড়ে।
Always in the captain’s ear, even when it’s the opposition’s! ??
Never change, Rishabh Pant! ??#INDvBAN #IDFCFirstBankTestSeries #JioCinemaSports pic.twitter.com/PgEr1DyhmE
— JioCinema (@JioCinema) September 21, 2024
ভারত ও বাংলাদেশের প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে রীতিমত খারাপ অবস্থায় রয়েছে বাংলাদেশ। কেননা ৫১৫ রানের টার্গেট তারা করতে নেমে ইতিমধ্যেই তারা ১৫৮ রানে ৪ উইকেট হারিয়েছে। এদিকে ঋষভ পন্থ প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২৮ বল খেলে ৮৫.১৬ স্ট্রাইক রেটে ১০৯ রানের একটি ইনিংস উপহার দেন। তার ব্যাট থেকে উপহার হিসাবে পাওয়া যায় ১৩টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি।