খুলতে শুরু করেছে তৃতীয় ঢেউয়ের রাস্তা, উদ্বেগ চিকিৎসক মহলে

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্ত শেষ হয়েছে, তবে এখনো এই ঢেউ শেষ হয়নি বলেই বারংবার দাবী করতে দেখা যাচ্ছে কেন্দ্র সরকারকে। আর এমত অবস্থাতেও নতুন উদ্বেগ তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সময় এগিয়ে আসছে।

Advertisements

Advertisements

চিকিৎসক মহল বারবার দাবি করছেন, দেশে তৃতীয় ঢেউ অনিবার্য, এড়ানোর কোন পথ নেই। কেবলমাত্র এই তৃতীয় ঢেউয়ের প্রভাব কমানো যেতে পারে টিকাকরণ এবং কঠোর করোনাবিধির মধ্য দিয়ে। তবে টিকাকরণ বলা হোক অথবা কঠোর করোনাবিধি, কোনটির ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা পূরণ লক্ষ্য করা যাচ্ছে না দেশে। টিকাকরণ যেমন টার্গেট পূরণ করতে অক্ষম, ঠিক তেমনি আমজনতার মধ্যেও গা-ছাড়া মনোভাব তৃতীয় ঢেউ আসার অনুকূল পরিবেশ তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisements

তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা জানিয়েছেন, মহারাষ্ট্রে বাড়তে থাকা করোনা সংক্রমণই দেশে তৃতীয় ঢেউ ডেকে আনতে পারে। ইতিমধ্যেই জুলাই মাসের প্রথম ১১ দিনে মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৮৮,১৩০ জন। এই রাজ্য আগের দুটি ঢেউয়ের মতো সংক্রমণ ছড়াতে শুরু করেছে।

তবে দ্বিতীয় ঢেউয়ে দিল্লির মত রাজ্য নাজেহাল হয়ে পড়লেও বর্তমানে তারা নিজেদের এমন ভাবে সামলে নিয়েছে যে সেখানে এখন দৈনিক আক্রান্তের সংখ্যা মাত্র ৫০ এর ধারে পাশে। জুলাই মাসের ১১ তারিখ পর্যন্ত দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা মাত্র ৮৭০। সেই জায়গায় মহারাষ্ট্র এবং কেরলে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তা বেশ উদ্বেগের। বর্তমানে মহারাষ্ট্রের থেকেও কেরলে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। এই রাজ্যে ১১ তারিখ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার ৯৫১ জন।

Advertisements