Bajaj Chetak-TVS iQube: চলতি বছরে ভারতীয় বাজার দাপাচ্ছে এই দুই ই-স্কুটার, কে সেরা

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Bajaj Chetak-TVS iQube: আপনার কি দীর্ঘদিনের পরিকল্পনা পুজোর আগেই ইলেকট্রিক স্কুটার কেনার? কেনার আগে মার্কেটের সেরা কোম্পানিগুলোর সম্পর্কে অবশ্যই জেনে নেবেন। ভারতের সেরা দুটি ই-স্কুটারের মধ্যে কোনটি আপনার জন্য কোনটা উপযুক্ত সে বিষয়ে জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে। Bajaj Chetak Blue 3202 এবং TVS iQube এই ইলেকট্রিক স্কুটার দুটো কত মাইলেজ দেবে এবং এর মূল্যই বা কত জেনে নিন এই প্রতিবেদনে।

Advertisements

বর্তমানে ভারতীয় মার্কেটে ইলেকট্রিক টু হুইলারের চাহিদা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। নিত্যনতুন ই-স্কুটার লঞ্চ হচ্ছে ভারতীয় মার্কেটে। তবে আজকের এই প্রতিবেদনে আমরা ভারতীয় মার্কেটের সেরা দুটি ইলেকট্রিক স্কুটার সম্পর্কে (Bajaj Chetak-TVS iQube) আলোচনা করে নেব। এই দুটি স্কুটার এর চাহিদা গ্রাহকদের মধ্যে অত্যন্ত বেশি। বাজাজ অটো এবং টিভিএস মোটরসের ই-স্কুটার প্রতিযোগিতায় একে অপরকে জোরালো টেক্কা দিচ্ছে।

Advertisements

তথ্য অনুসারে জানা যায় যে, বাজাজ অটো রয়েছে দ্বিতীয় স্থানে এবং টিভিএস রয়েছে তৃতীয় স্থানে। বাজারে বাজাজ সংস্থাটি সম্প্রতি চেতক ইলেকট্রিক স্কুটারের নতুন ‘ব্লু 3202’ ভেরিয়েন্ট লঞ্চ করেছে। TVS iCube এর 3.4 KWh ভেরিয়েন্টের সঙ্গে কড়া টক্কর দিচ্ছে এই গাড়িটি (Bajaj Chetak-TVS iQube)। সাধারণ মানুষ যে কোন সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করছেন কারণ কোন গাড়িটি সেরা হবে তার ধারণা অনেকেরই নেই। আমরা উভয় ইলেকট্রিক স্কুটারের দাম, বৈশিষ্ট্য এবং পরিসর সম্পর্কে আজকে জেনে নেব।

Advertisements

আরো পড়ুন: কমছে খরচ, বাড়ছে জনপ্রিয়তা, বাজার কাঁপাচ্ছে ইলেকট্রিক স্কুটার।

মার্কেটের নয়া লঞ্চ হওয়া Bajaj Chetak Blue 3202 ইলেকট্রিক স্কুটারটিতে ব্যাটারি রয়েছে 3.2 kWh ব্যাটারি প্যাক। এতে ব্যবহৃত বৈদ্যুতিক মোটর সর্বোচ্চ 5.3 bhp শক্তি এবং 16 Nm এর সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে। যদি একবার সম্পূর্ণ চার্জ দেওয়া যায় তাহলে বাজাজ চেতক ব্লু 3202 ইলেকট্রিক স্কুটারটি ১৩৭ কিলোমিটার রেঞ্জ দেবে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় 63 কিমি। গ্রাহকেরা Chetak Blue 3202-এ Techpack-এর সুবিধা পেয়ে যাবেন। Chetak Blue 3202 এর ব্যাটারি প্যাকটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে ৫ ঘন্টা ৫০ মিনিট। TVS iQube 3.4 KWh ভেরিয়েন্টের ক্ষেত্রে, এটির বৈদ্যুতিক মোটর সর্বোচ্চ 5.9 bhp শক্তি এবং 33 Nm এর সর্বোচ্চ টর্ক জেনারেট করে। ফুল চার্জ থাকলে গাড়িটি ১০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। যার সর্বোচ্চ গতি ৭৮ কিলোমিটার। এটি মাত্র 4.2 সেকেন্ডে 0-40 kmph কিমি স্পিডে পৌঁছাতে পারে।

এবার আসা যাক এই নতুন Bajaj Chetak Blue 3202 ইলেকট্রিক স্কুটারের দাম কত সেই সম্পর্কে। এটির এক্স শোরুম মূল্য হল ১.১৫ লক্ষ টাকা। পাশাপাশি TVS iCube (3.4 KWh) এর এক্স-শোরুম মূল্য ১.৩৬ টাকা। Chetak Blue 3202 স্কুটারটি iCube-এর থেকে মূল্যে প্রায় একুশ হাজার টাকা কম (Bajaj Chetak-TVS iQube)। নতুন চেতক ব্লু 3202 ইলেকট্রিক স্কুটারটিতে গ্রাহকেরা পেয়ে যাবেন ইকো রাইডিং মোডের সুবিধা। পাশাপাশি আছে ডিজিটাল কনসোল, অ্যালয় হুইল, নিরাপত্তার জন্য ডিস্ক, ড্রাম ব্রেক। রঙের ভেরিয়েন্টের মধ্যে ব্রুকলিন ব্ল্যাক, সাইবার হোয়াইট গ্রাহকদের মন জয় করবে অবশ্যই। যেখানে TVS iCube ইলেকট্রিক স্কুটারের সামনে ২২০ mm ডিস্ক ব্রেক এবং পিছনে ১৩০ mm ড্রাম ব্রেক রয়েছে। এতে রিভার্স পার্ক অ্যাসিস্ট, ইউএসবি পোর্ট, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, জিও-ফেন্সিং, অ্যান্টি-থেফ্ট অ্যালার্টের মতো বৈশিষ্ট্য রয়েছে। আপনি শাইনিং রেড, পার্ল হোয়াইট এবং টাইটানিয়াম গ্রে চকচকে রঙের বিকল্পগুলিতে টিভিএস আইকিউব কিনতে পারেন।

Advertisements