নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশে নদনদীর উপর থাকা বিভিন্ন ব্রিজের পাশাপাশি ফ্লাইওভার ইত্যাদি ভেঙে পড়ার (Bridge Collapsed) ঘটনা নতুন কিছু নয়। দেশের বিভিন্ন জায়গা থেকেই বিভিন্ন সময় এই ধরনের ব্রিজ ভেঙে পড়ার খবর শিরোনামে আসতে দেখা যায়। তবে যে সকল রাজ্যের ব্রিজ ভাঙ্গার খবর শিরোনামে আসে তাদের থেকে কিছুটা হলেও এগিয়ে বিহার (Bridge Collapsed in Bihar)।
খবরের শিরোনামের দিকে নজর রাখলে দেখা যাবে, গত কয়েক বছরে বিহারেই নির্মীয়মান ব্রিজ থেকে শুরু করে কোটি কোটি টাকার ব্রিজ চোখের নিমেষে ভেঙ্গে পড়েছে। কখনো বাতাসের গতিবেগ বেড়ে যাওয়া অর্থাৎ ঝড়ের কারণে আস্ত ব্রিজ ভেঙে পড়েছে, আবার কখনো জলের তেজ বেড়ে যাওয়ায় হুরমুড়িয়ে ভেঙে পড়েছে ব্রিজ। গত কয়েক বছরের বেশ কয়েকটি ঘটনার পুনরাবৃত্তি করে ফের একবার বিহারে ১২ কোটি টাকার একটি ব্রিজ চোখের সামনে ভেঙে পড়ল।
বিহারের বিভিন্ন জায়গায় ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ক্যামেরাবন্দি হওয়ার পর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঠিক সেইরকমই এবারের ব্রিজ ভেঙে পড়ার ঘটনাও গ্রামবাসীরা হাঁ করে দেখার পাশাপাশি তা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন এবং সেই ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে। এবার যে জায়গায় ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে সেই জায়গাটি হল বিহারের আরারিয়া জেলায়।
জানা গিয়েছে, ওই জেলার সিকটি এলাকার পররিয়ায় বকরা নদীর উপর ১২ কোটি টাকা খরচ করে এই ব্রিজটি তৈরি করার কাজ চালানো হচ্ছিল। কিন্তু সম্পূর্ণরূপে ওই ব্রিজ তৈরি হওয়ার আগেই সামান্য জলের তেজ বাড়তেই ব্রিজটি হুর মুড়িয়ে ভেঙে পড়ে। এই ব্রিজ তৈরি করা হচ্ছিল মূলত সিকটি এবং কুরসাকাটা এই দুই এলাকাকে সংযুক্ত করার জন্য। তবে ব্রিজ তৈরীর হলে যে সংযোগ তৈরি হতো সেই সংযোগ এখন স্বপ্নই থেকে গেল গ্রামবাসীদের কাছে।
Another bridge collapsed before its inauguration in Bihar, despite being constructed at a cost of 12 crores in Araria dist !
Earlier, a bridge under construction in Bhagalpur collapsed.
The bridge over the Ganga River has fallen not once, but twice before completion. pic.twitter.com/NyXOu31pSX
— Ashwini Shrivastava (@AshwiniSahaya) June 18, 2024
বকরা নদী এবং কুরসাকাটার মাঝে থাকার ডোমরা বাঁধের উপর তৈরি হওয়া এই ব্রিজটি বর্ষার আগেই নির্মাণকার্য শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্মাণকারী সংস্থা সেইমত কাজ চালাচ্ছিল। কিন্তু তার আগেই এমন ঘটনা ঘটে যাবে কেউ ভেবে উঠতে পারেননি। প্রশ্ন হল, কেন এইভাবে একটি নির্মীয়মান আস্ত ব্রিজ ভেঙে পড়ল? ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিধায়ক বিজয় কুমার মন্ডল নির্মাণকারী সংস্থার বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন। তাদের বিরুদ্ধে রাতের অন্ধকারে চুপিসারে কাজ করার অভিযোগ তোলা হয়েছে।