লাল্টু : বাইকের সাথে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলো বীরভূমের পানাগড়-দুবরাজপুর ১৪ নম্বর রাজ্য সড়কে। এই দুর্ঘটনায় প্রাণ হারালেন দুজন। মৃত দুজন দুর্ঘটনাগ্রস্ত বাইকের চালক ও আরোহী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুজন হলেন চন্দ্রপুর থানার অন্তর্গত কুশমাসুন গ্রামের বাসিন্দা। মৃতদের একজন ঝন্টু দাস, বয়স আনুমানিক ১৯ বছর এবং অন্যজন সঞ্জয় দাস, বয়স আনুমানিক ২০ বছর। মৃত দুজন মঙ্গলবার দুপুরে একই বাইকে চেপে ইলামবাজারের দিক থেকে ওই রাজ্য সড়ক ধরে দুবরাজপুরের দিকে আসছিলেন। সেসময় হেতমপুরের কাছে একটি ডাম্পারের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। জোরালো এই দুর্ঘটনায় দু’জন ছিটকে পড়েন পথের ধারের ঝোঁপে। বাইকের বেশিরভাগ অংশ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন ওই দুই বাইক আরোহী।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধারে যান এবং দুবরাজপুর থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ এবং ওই আহত ওই দুই বাইক আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। তবে এর পরেই জানা যায় দুজনই প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দুবরাজপুর থানার পুলিশ ডাম্পার ও বাইক দুটিকেই আটক করে। যদিও ডাম্পারের চালক ও খালাসীকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পরে তারা ঘটনাস্থল থেকে চম্পট দেন।