বাইক ও লরির সংঘর্ষে পথ দুর্ঘটনায় মৃত ১, অবরোধ স্থানীয়দের

লাল্টু : সাতসকালেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মধ্যবয়সী মহিলার। বাইকের সাথে লরির সংঘর্ষে পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। দুর্ঘটনার পর আহত ওই মহিলার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার জেরে ঘন্টাখানেক যানজটের কারণে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক।

সোমবার সকাল ৯ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের জয়দেব মোড়ের রাজ্য সড়কে। এদিন বাইকে করে আমিনুল নামে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে খন্ডগ্রাম থেকে দুবরাজপুর যাচ্ছিলেন। সে সময় দুবরাজপুর থানার অন্তর্গত জয়দেব মোড়ের কাছে পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কে একটি ১০ চাকার লরি ওই দুই বাইক আরোহীকে পিছন থেকে এসে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাইকের পিছনে বসে থাকা আমিনুলের স্ত্রী তানিজা বিবির (৪২) ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত আমিনুলকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

দুর্ঘটনার পর এলাকার স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে পানাগড় দুবরাজপুর রাজ্য সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে প্রায় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ থাকে, যানজট সৃষ্টি হয় এলাকায়। পরে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও ঘাতক লরিটিকে ধরা সম্ভব হয়নি।