হিমাদ্রি মন্ডল : বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত ১৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের। মর্মান্তিক এক দুর্ঘটনায় গুরুতর আহত আরও তিনজন। যাদের মধ্যে রয়েছে এক শিশু। আহতদের চিকিৎসার জন্য আনা হয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। অন্যদিকে নিহতদেরও সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছে ময়নাতদন্তের জন্য।
সোমবার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে ১৪ নম্বর জাতীয় সড়কে সিউড়ির নিকটে থাকা মিনিস্টিলের কাছে। যেখানে সকালবেলায় লক্ষ্য করা যায় একটি চারচাকা গাড়ি দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় জাতীয় সড়ক থেকে দূরে মাঠে পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঠিক কখন এই দুর্ঘটনা ঘটেছে তা জানা নেই। তবে সকাল ছটা নাগাদ আমরা দেখতে পাই এইভাবে দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় গাড়িটি মাঠের মধ্যে পড়ে রয়েছে।
ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ওই গাড়িতে থাকা ব্যক্তিদের উদ্ধারে হাত লাগান। এর পরেই ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয় বাসিন্দা এবং পুলিশের প্রচেষ্টায় আহত তিনজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সিম দিয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে। তবে এরই পাশাপাশি ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি সুইফট ডিজায়ার গাড়িতে করে পাঁচ জন ব্যক্তি হলদিয়া থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিলেন। সেই সঙ্গে তারা ১৪ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়েন। তবে একইভাবে এই দুর্ঘটনা ঘটলো তা সম্পর্কে কেউ কিছু জানাতে পারেন নি। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই সকল যাত্রীরা তারাপীঠ যাচ্ছিলেন।
মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই গাড়ির চালক মতিবুল এবং এক যাত্রী সমীর সামন্ত। এই দুর্ঘটনায় যারা গুরুতর আহত তাদের মধ্যে একজন বছর সাতেকের শিশু এবং বাকিরাও মহিলা বলেই জানা যাচ্ছে।