লাল্টু : বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত লাউজোড় গ্রাম এবং তার পার্শ্ববর্তী গ্রাম থেকে ৫০ জন দিনমজুর জয়দেব গিয়েছিলেন ধান পোঁতার কাজের জন্য। আর সেই কাজ সেরে ফেরার পথে তারা সকলেই দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় গুরুতর আহতের সংখ্যা কম করে ২৫, বাকিরাও কমবেশি।
জানা গিয়েছে, বুধবার বিকাল বেলায় ওই দিনমজুরের দল একটি পিকআপ ভ্যান গাড়িতে করে জয়দেব থেকে ফিরছিলেন। ফেরার পথে দুবরাজপুর ব্লকের পন্ডিতপুরের পেট্রোল পাম্পের কাছে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি উল্টে ওই দিনমজুরের দল গাড়ির ডালা ঢাকা পড়ে যান। চোখের সামনে এমন দুর্ঘটনা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
এই দুর্ঘটনায় আহতদের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ২৫ জনের আঘাত গুরুতর হওয়ায় পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় ওই ২৫ জনকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
গাড়ির মধ্যে থাকা এক দিন মজুর জানিয়েছেন, “আমরা প্রায় ৫০ জন একটি পিকআপ ভ্যান গাড়িতে করে জয়দেব থেকে নিজেদের গ্রাম ফিরছিলাম। ঠিক সেই সময়ই পন্ডিতপুর পেট্রোল পাম্পের কাছে বিকট একটা আওয়াজ ওঠে। তারপরেই গাড়ি পাল্টি খায়। সঙ্গে সঙ্গে আমরা গাড়ির ডালাই ঢাকা পড়ে যায়। সঙ্গে সঙ্গে গাড়িটি আবার পাল্টি খেয়ে সোজা হয়ে যায়।”
[aaroporuntag]
তবে কিভাবে এমন দুর্ঘটনা ঘটলো? এর পিছনে কি গাড়ির কোন যান্ত্রিক গোলযোগ রয়েছে অথবা অনিয়ন্ত্রিত গতির কারণেই এই দুর্ঘটনা তা অবশ্য জানা যায়নি।