নিজস্ব প্রতিবেদন : ভাইফোঁটার খাওয়া-দাওয়া করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে ৩ বাইক আরোহী। তিনজন বাইক আরোহী একই মোটরবাইকে আসছিলেন। জাতীয় সড়ক ধরে আসার পথে পথ দুর্ঘটনা ঘটলে দুজনের মৃত্যু হয় এবং আশঙ্কাজনক অবস্থায় আরও এক।
ভাইফোঁটার দিন সোমবার রাতে কালি বাগদি (১৭), সুরজ বাগদি (২১) এবং বাবন বাগদি (২১) বাইকে চেপে বীরভূমের গণপুরের গোপালনগর থেকে ডেউচা আসছিলেন। সে সময় মহঃবাজার থানার অন্তর্গত রানীগঞ্জ মোড়গ্রাম ১৪ নং জাতীয় সড়কে সোতসালের কাছে তাদের বাইকের সাথে লরির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ওই তিন যুবককে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়। যার পরেই মারা যান দুজন এবং আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয় তৃতীয় জনকে।
দুর্ঘটনায় মৃতরা হলেন সুরজ বাগদি এবং কালি বাগদি। এরা দুজনেই ডেউচার বাসিন্দা। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন বাবন বাগদি। যার বাড়ি গণপুরের গোপালনগরে। মৃতরা দুজন সম্পর্কে দাদা ভাই।
এলাকার বাসিন্দা নেপাল বাগদি জানিয়েছেন, “ওরা তিনজন গোপালনগরে পিসির বাড়ি থেকে রাতে খাওয়া-দাওয়া করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। যার পরে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মারা যায় একজন, দ্বিতীয় জন মারা যায় সিউড়ি হাসপাতালে এবং তৃতীয় জন আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন।”