তীর ধনুক লাঠি হাতে আদিবাসীদের পথ অবরোধ মির্জাপুরে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দুই পাড়ার বিবাদ থেকে হাতাহাতি। প্রথমে ঘটনার মীমাংসা হলেও পরে পুনরায় এক পাড়ার ছেলেদের ধরে অন্য পাড়ার ছেলেরা মারধর করার প্রতিবাদে শুরু হয় পথ অবরোধ।

Advertisements

রবিবার পথ অবরোধের ঘটনাটি ঘটেছে বোলপুর থানার অন্তর্গত মির্জাপুরে। যেখানে বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার রাস্তায় তীর ধনুক লাঠি নিয়ে পথ অবরোধ (Road Block) করেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। তাদের এই অবরোধের মূলে রয়েছে মির্জাপুর এবং কাশিপুরের বিবাদ।

Advertisements

জানা গিয়েছে, এক আদিবাসী মহিলাকে নির্যাতন করার প্রতিবাদ করেন কয়েকজন। যদিও গত শনিবার পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে সেই ঘটনার মীমাংসা হয়ে যায়। তবে রবিবার ফের আদিবাসী সম্প্রদায়ের দুই যুবক কাজে যাওয়ার তাদের কাজে যাওয়ার সময় রাস্তায় নামিয়ে মারধর করে কাশীপুরের ছেলেরা। এমনই অভিযোগ এনে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং রাস্তা অবরোধ শুরু করেন।

Advertisements

রবিবার দুপুর থেকে এই রাস্তা অবরোধ শুরু হয়। তাদের পরিষ্কার দাবি এই ঘটনায় যে ব্যক্তিরা অভিযুক্ত তাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। ঘটনাস্থলে বোলপুর থানার বিশাল পুলিশবাহিনী হাজির হলেও যতক্ষণ না দোষীদের গ্রেফতার করে শাস্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পথ অবরোধ উঠবে না বলে জানিয়েছেন স্থানীয় আদিবাসী মানুষেরা।

Advertisements