রাস্তা সারাইয়ের দাবিতে ঘন্টা তিনেক পথ অবরোধ জয়দেব মোড়ে

Laltu Mukherjee

Updated on:

Advertisements

লাল্টু : ‘বারবার প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি। রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ যে বাড়ি থেকে বের হওয়ার পর সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারবেন কিনা তারও কোনো নিশ্চয়তা নেই’। রাস্তার বেহাল দশা নিয়ে এমনই হাজার অভিযোগ তুলে শুক্রবার পথ অবরোধে নামেন দুবরাজপুর থানার অন্তর্গত জয়দেব মোড়ের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।

Advertisements

স্থানীয়দের অভিযোগ, “দীর্ঘ এক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে জয়দেব মোড় থেকে জয়দেব মন্দির যাওয়ার রাস্তা। প্রশাসনকে এই রাস্তা মেরামতের জন্য বারবার অনুরোধ জানানো হয়। মাঝে মাঝে এর উপর কেবলমাত্র নামকে বাস্তা প্রলেপ দিয়ে দেওয়া হয়। আর সেই প্রলেপ উঠে যেতেই ফের দুর্ভোগ।”

Advertisements

স্থানীয় বাসিন্দারা এটাও অভিযোগ করেছেন, “এই রাস্তাটি দিয়ে সহজেই তাড়াতাড়ি দুর্গাপুর যাওয়া যায়। যে কারণে প্রতিনিয়তই যান চলাচল করে। ওভারলোড থেকে সব ধরনের গাড়ি প্রতিনিয়ত যাতায়াতের কারণে বারবার রাস্তা ভেঙ্গে পড়ছে। রাস্তার বেহাল দশা হয়ে পড়ার কারণে বারংবার দুর্ঘটনার সম্মুখীন হতে হয় স্থানীয় বাসিন্দাদের।”

Advertisements

এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতেই এদিন সকাল আটটা থেকে স্থানীয় ব্যবসায়ীরা এবং স্থানীয় বাসিন্দারা এই পথ অবরোধের শামিল হন। নিজেদের দাবি-দাওয়া নিয়ে পথ অবরোধ চলে প্রায় ঘণ্টা তিনেক। জয়দেব মোড় থেকে জয়দেব মন্দির পর্যন্ত যাওয়ার রাস্তা অবরোধের পাশাপাশি প্রায় ২০ মিনিট স্থানীয়রা অবরোধ করেন পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কও।

[aaroporuntag]
অবরোধের কারণে স্তব্ধ হয়ে পড়ে এলাকায় যান চলাচল। দূরপাল্লা থেকে শুরু করে একাধিক রুটে যানবাহন আটকে পড়ে দীর্ঘক্ষণের জন্য। আর এই যানচলাচল স্তব্ধ হয়ে পড়ার কারণে অসুবিধায় পড়তে হয় যাত্রীদেরও। ঘটনার খবর পেয়ে অবশেষে ঘটনাস্থলে পৌঁছান দুবরাজপুর থানার পুলিশ এবং দীর্ঘক্ষণ ধরে অবরোধকারীদের সাথে আলোচনার পর অবশেষে অবরোধ ওঠে।

Advertisements