CAA ও NRC বাতিলের দাবিতে আজও পথ অবরোধ বীরভূমে

নিজস্ব প্রতিবেদন : লোকসভা ও রাজ্যসভা দুই সভাতেই ক্যাব বা নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ পাশ হয়ে রাষ্ট্রপতির স্বাক্ষরে তা আইনে পরিণত। যার পরেই উত্তর-পূর্ব ভারতের আসাম ও ত্রিপুরার পাশাপাশি বিক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছে পশ্চিমবঙ্গেও। গত বৃহস্পতিবার থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। সেই বিক্ষোভ আজও অব্যাহত রাজ্যের পাশাপাশি জেলাতেও।

রবিবার সকাল থেকেই নতুন করে বিক্ষোভের আগুণ ছড়িয়ে পড়ে বীরভূমের আহমেদপুর থেকে শুরু করে মুরারইয়ের মত এলাকায়। সকাল থেকেই বিক্ষোভ আন্দোলনে অবরুদ্ধ হয়ে পড়ে মুরারই থানার অন্তর্গত হিয়াতনগর। মুরারই থেকে রঘুনাথগঞ্জ রাজ্য সড়ক উপর টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে বিক্ষোভকারীরা। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল।

একইভাবে বীরভূমের আহমেদপুর এলাকায় বিক্ষোভকারীদের একটি মিছিল বের হয়। সেই মিছিল আহমেদপুর চৌরাস্তায় এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও পুলিশি হস্তক্ষেপে উঠে যায় সেই বিক্ষোভ।

রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বিক্ষোভে নামা বিক্ষোভকারীদের মূল দাবি হলো, CAA ও এনআরসি বাতিল করতে হবে। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সংশোধনী আইন তারা মানবেন না। তাদের আরও দাবি, যতক্ষন না এই আইন প্রত্যাহার করা হবে ততক্ষণ এই আন্দোলন চলবে। বিক্ষোভকারীদের উগ্র-আন্দোলন রুখতে ইতিমধ্যেই শান্তির বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল থেকে শাসক দলের অন্যান্য নেতারা।