পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ, আহত দুই আরোহী

Shyamali Das

Published on:

চন্দন কর্মকার : দিনের-পর-দিন মাত্রাতিরিক্ত মালপত্র বহনের ফলে বেড়ে চলেছে পথদুর্ঘটনা, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বারবার দুর্ঘটনার ফলে ওভারলোড লরি বা অন্যান্য যানের যাতায়াতের ক্ষেত্রে যেন নিয়ন্ত্রণ করা হয়, সেই দাবিতে স্থানীয়দের পথ অবরোধ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার সাতসকালে পথদুর্ঘটনায় ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত দইকোটা গ্রামের কাছে। সাঁইথিয়া থেকে মহঃবাজার যাওয়ার রাস্তায় স্কুটিতে থাকা দুই আরোহী পথ দুর্ঘটনার কবলে পরেন। স্কুটিতে করে ওই দুই বাইক আরোহী মহঃবাজার যাওয়ার সময় একই দিকে যাওয়া একটি ইঁট বোঝাই লরির সাথে ধাক্কা বাঁধে। দুর্ঘটনার পর আহতদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। যদিও আহতদের এখনো পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি।

এই দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষণ মহঃবাজার থেকে সাঁইথিয়া হয়ে বহরমপুর যাওয়ার রাস্তা অবরোধ করে। স্থানীয়দের অভিযোগ দিনের পর দিন ওভারলোড গাড়ি যাওয়ার ফলে বাড়ছে দুর্ঘটনা। যদিও সাঁইথিয়া থানার পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।