নিজস্ব প্রতিবেদন : রোহিঙ্গারা বর্তমানে বিশ্বের অন্যতম আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। প্রতিদিনই এদের নিয়ে কোনো না কোনো খবর উঠে আসছে সংবাদ শিরোনামে। সেইমতো বুধবার একটি চাঞ্চল্যকর তথ্য পেশ হলো রাজ্যসভায়। যা থেকে জানা যাচ্ছে ভারতের ১২টি রাজ্যের অবৈধভাবে ঢুকে রয়েছে রোহিঙ্গারা।
বুধবার রাজ্যসভায় প্রশ্ন ওঠে ভারতের কোন কোন রাজ্যে রোহিঙ্গারা বসবাস করছে? আর এই প্রশ্নের উত্তরে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়, দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে রোহিঙ্গারা বসবাস করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এমনটা জানানো হলেও ঠিক কত সংখ্যক রোহিঙ্গা ভারতে ঢুকে রয়েছেন তার তথ্য জানাতে পারেনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই রোহিঙ্গাদের সংখ্যা বলতে না পারার কারণ হিসাবে জানান, “তারা যেহেতু অবৈধ ভাবে আসে এবং কোনও বৈধ নথি নিয়ে আসে না তাই ঠিক এদের সম্পর্কে নিখুঁত তথ্য দেওয়া সম্ভব নয়। তারা সাধারণত গোপনেই প্রবেশ করে।”
তবে কোন কোন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই রোহিঙ্গারা বসবাস করছেন সেই সকল রাজ্যের তালিকা তিনি সামনে এনেছেন। তালিকা প্রকাশের ক্ষেত্রে রাজ্যসভায় লিখিত আকারে নিত্যানন্দ রাই জানিয়েছেন, “দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অসম, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, তেলেঙ্গানা ও পঞ্জাবে রয়েছে রোহিঙ্গারা।”
পাশাপাশি রোহিঙ্গা প্রসঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে, “অবৈধভাবে আসা অন্যান্য দেশের নাগরিকদের শনাক্ত করার কাজ জারি রয়েছে। নাগরিকত্ব খতিয়ে দেখার পরেই প্রবেশাধিকার দেওয়া হবে। দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে বিদেশি নাগরিকদের নির্বাচন অথবা পুনরায় দেশে প্রেরণ করার নির্দেশিকা দেওয়া হয়েছে ২০১৪-র ২৪ এপ্রিল ও ২০১৯-এর ১ জুলাইয়ে।”