করোনা যুদ্ধে ৪৫-২৫-৫-৫ লক্ষ টাকা অনুদান হিটম্যানের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বব্যাপী শুরু হয়েছে এক মহামারী। করোনাভাইরাসের মারণ থাবায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। করোনা আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব। ভারতে এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ১৬০০ ছুঁইছুঁই। মৃত্যুও ঘটেছে অনেকের। করোনার কারণেই গোটা দেশ কার্যত আগামী ২১ দিনের জন্য লকডাউন। আমাদের রাজ্যেও তিন জনের মৃত্যু ঘটেছে ইতিমধ্যেই।

Advertisements

Advertisements

এই করোনার যুদ্ধে জিততে হলে আমাদের সমস্ত মানুষকে একত্রিত হতে হবে। যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেই সামান্য কিছু করে অনুদান দেবেন এবং এই অনুদান সাদরে গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে। আসুন এই মহামারীকে আটকাবার জন্য আমরা সকলেই সামান্য কিছু করে অনুদান দিই যাতে আমাদের ভারতবর্ষে এগিয়ে যায়। যাতে আমাদের ভারতে কোন গরিব মানুষ অভুক্ত না থাকেন। করোনার মত এই মহামারীর কবলে পড়ে কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যান সেই কারণে আমাদের দেশীয় সমস্ত ব্যবস্থাকে উন্নত করে তুলতে আমাদের প্রত্যেকেরই যোগদান করা উচিত। যেখানে ইতালি ও আমেরিকার মতো উন্নত দেশ করোনাকে সামলাতে হিমশিম খাচ্ছে সেখানে ভারত এখনও অব্দি লড়াই করে যাচ্ছে। এই লড়াইকে মজবুত করে তুলতে সকলেরই উচিত অনুদান করা।

Advertisements

আসলে এই লকডাউনে অনেক মানুষেরই কাজ বন্ধ। অনেক খেটে খাওয়া মানুষ দুবেলা ঠিক মতো খেতে পাচ্ছেন না। প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা ত্রান তহবিল খুলেছেন। যাতে সকল মানুষ এতে অর্থ সাহায্য করতে পারেন। ইতিমধ্যেই অক্ষয় কুমার, সৌরভ গাঙ্গুলি, বিরাট অনুষ্কা, শচীন টেন্ডুলকার ও রতন টাটা, শিখর ধাওয়ান সহ অনেক মানুষ এই ত্রান তহবিলে সাহায্য করেছেন। এইবার এগিয়ে এলেন হিটম্যান রোহিত শর্মা।

ইতিমধ্যেই শচিন টেন্ডুলকার ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন। দুঃস্থদের মুখে অন্ন দিতে ৫০ লাখ টাকার চাল দিয়েছেন সৌরভ গাঙ্গুলী। ভারতীয় ক্রিকেট বোর্ড, রাজ্য ক্রিকেট সংস্থাগুলির থেকে নিয়ে ৫১ কোটি টাকা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। সেখানেই এবার সংযোজন হলো রোহিত শর্মার নাম। রোহিত শর্মা PM-CARES ফান্ড থেকে শুরু করে মুখ্যমন্ত্রী (মহারাষ্ট্র) ত্রাণ তহবিল, ফিডিং ইন্ডিয়া ও ওয়েলফেয়ার অফ স্ট্রে ডগস সবতেই ৪৫-২৫-৫-৫ লক্ষ টাকা দিয়েছেন। সব মিলিয়ে তিনি মোট ৮০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন।

Advertisements