নিজস্ব প্রতিবেদন : ভারত ও বাংলাদেশের (India vs Bangladesh) টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে চলেছে আগামী ১৯ সেপ্টেম্বর। এবার বাংলাদেশের ভারত সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলা রয়েছে। এই সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশের মনোবল এখন চাঙ্গা। কেননা তারা সদ্য পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ দখল করেছে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ দখল করার পর এখন তাদের লক্ষ্য ভারতের মাটিতে সিরিজ দখল করা।
বাংলাদেশ এই প্রথমবার পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানোর পাশাপাশি বিদেশের মাটিতে সিরিজ দখল করল। স্বাভাবিকভাবেই তাদের মনোবল চাঙ্গা থাকবে এমনটাই স্বাভাবিক। তবে তাদের মনোবল যতই চাঙ্গা হোক না কেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা বিষয়টিকে পাত্তা দিতে চান না। বরং তিনি জানিয়েছেন, ‘ওরা আনন্দ করছে করুক, আমরা হারাবোই’।
বাংলাদেশের সঙ্গে সিরিজ শুরু হওয়ার আগে নিয়ম মাফিক টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিকদের মুখোমুখি হন। এদিন সাংবাদিক বৈঠকে তিনি প্রথম একাদশ নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেন। যে ইঙ্গিত অনুযায়ী প্রথম একাদশে তরুণ প্রজন্মকে জায়গা করে দেওয়া হবে এমনটাই তুলে ধরতে দেখা যায়। এর পাশাপাশি তার বাংলাদেশকে নিয়ে মন্তব্য ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন : Hero Bike: Hero-র এই বাইক কড়া টক্কর দিতে চলেছে Mercedes-Benz, Land Rover-কে
ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে হারিয়ে পাকিস্তানের মাটিতে সিরিজ দখল করা বাংলাদেশ প্রসঙ্গে রোহিত শর্মা জানান, তারা প্রথমবার বিদেশের মাটিতে সিরিজ জিতেছে আর এবার তাদের লক্ষ্য রয়েছে ভারত। বাংলাদেশের একাধিক খেলোয়াড় ভারতকে হারানোর জন্য হুংকার দিচ্ছেন। আর বাংলাদেশের খেলোয়াড়দের এমন হুংকার প্রসঙ্গে রোহিত শর্মা জানিয়েছেন, ‘বাংলাদেশ আমাদের হারিয়ে মজা করতে চায়। এমনটা ভেবেই ওরা এখন মজা করছে। ওদের মজা করতে দাও। আমরা ওদের হারানোর দিকে ফোকাস করছি।’
রোহিত শর্মা সরাসরি বাংলাদেশকে পটাক্ষ না করলেও তার কথাবার্তাতেই তিনি বাংলাদেশকে কটাক্ষ করছেন তা বুঝিয়ে দিয়েছেন। কেননা এই প্রসঙ্গে তিনি ইংল্যান্ডের কথা টেনে আনেন। তিনি জানিয়েছেন, ইংল্যান্ডও এর আগে অনেক কথা বলেছিল। কিন্তু ওদের আমরা বাকিটা বুঝিয়ে দিয়েছি।