IPL 2020 : বল গেল স্টেডিয়ামের বাইরে, ৯৫ মিটারের লম্বা ছয় রোহিতের

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর আইপিএল শুরু হওয়ার আগেই প্র্যাকটিস ম্যাচগুলিতে আইপিএল তারকাদের নিজের নিজের চিরাচরিত মেজাজে দেখা যাচ্ছে। ঠিক একইভাবে দীর্ঘদিন কোয়ারেন্টাইন কাটানোর পর স্বমেজাজে দেখা গেল রোহিত শর্মাকেও। মরুর দেশে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে ভারতের এই হিটম্যান ৯৫ মিটারের লম্বা ৬ হাঁকিয়ে বল পাঠালেন স্টেডিয়ামের বাইরে।

Advertisements

রোহিত শর্মার লম্বা এই ছয় হাঁকানোর ভিডিও পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। যে ভিডিওতে দেখা যাচ্ছে, সামনে স্পিনারকে পেয়ে স্টেপ আউট করে রোহিতকে ছক্কা হাঁকাতে। আর সেই ছক্কা একেবারে পৌঁছে গেল স্টেডিয়ামের বাইরে চলন্ত এক বাসের ছাদে।

Advertisements

Advertisements

রোহিত শর্মার ৬ হাঁকানো ক্রিস গেইল অথবা আন্দ্রে রাসেলের থেকে সম্পূর্ণ আলাদা। ক্রিস গেইল অথবা আন্দ্রে রাসেল কব্জির জোরে বল পাঠান স্টেডিয়ামের বাইরে। কিন্তু সেই জায়গায় রোহিত শর্মা কব্জির জোরে ওপর জোর না দিয়ে জোর দেন টেকনিকের উপর। টাইমিংয়ের উপর ভরসা করে রোহিত শর্মা হুক অথবা পুল করে ছয় হাঁকাতে বেশ পারদর্শী।

আগামী ১৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া IPL 2020-র আগে মুম্বই ইন্ডিয়ান্সের এই অধিনায়ক আবুধাবিতে অনুশীলনে মেতেছেন। আর এই অনুশীলন চলাকালীন রোহিত শর্মার ব্যাট থেকে বেরিয়ে আসা এই লম্বা ছক্কা এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে এখন দেখার বিষয় এটাই যে গত বছরের এই চ্যাম্পিয়ন দল এবছর আইপিএলেও তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারে কিনা।

Advertisements