৮ ঘন্টার রাস্তা ২৫ মিনিটে, কেদারনাথে চালু হবে মোদির স্বপ্নের প্রকল্প

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রে বিজেপি সরকার আসার পর দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী জায়গাগুলিকে সাজিয়ে তোলার পাশাপাশি সেখানে আগত দর্শনার্থীদের জন্য বিপুল সুবিধার বন্দোবস্ত করা হচ্ছে। এই সকল ঐতিহ্যবাহী জায়গাগুলির মধ্যে রয়েছে বেশ কিছু ধর্মীয় স্থান। সেই রকমই এবার কেদারনাথের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্বপ্নের প্রকল্পের পরিকল্পনা করলেন।

Advertisements

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই স্বপ্নের প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী তাতে সবুজ সংকেত মিলেছে বলেও জানা যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ৮ ঘন্টার রাস্তা পার করা যাবে মাত্র ২৫ মিনিটে। কেদারনাথের আগত তীর্থযাত্রীদের তীর্থযাত্রার ক্ষেত্রে পথ আরও সুগম হবে এবং বহু সময় বাঁচিয়ে তারা তীর্থক্ষেত্র উপভোগ করতে পারবেন।

Advertisements

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্বপ্নের প্রকল্প হিসাবে কেদারনাথে চালু করতে চলেছেন একটি রোপওয়ে। এই রোপওয়ে তৈরি করা হবে সোনপ্রয়াগ থেকে কেদারনাথের মধ্যে। এর ফলেই রাতারাতি আট ঘণ্টার রাস্তা হয়ে যাবে মাত্র ২৫ মিনিট। এই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে ন্যাশনাল ওয়াইল্ড লাইফ বোর্ডের তরফ থেকে। এর পাশাপাশি রাম্বাদা থেকে গরুরচট্টির মধ্যেও তৈরি হবে ট্রেক রুট।

Advertisements

সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত মোট রাস্তা হল ১৮ কিমি। পাহাড়ের এই দুর্গম পথ পায়ে হেঁটে অতিক্রম করতে সময় লাগে অন্ততপক্ষে ৮ ঘন্টা। অন্য কোনভাবে এই রাস্তা পারাপার করার উপায় নেই। রাস্তা এতটাই দুর্গম যে এখানে কোনরকম যানবাহন চালানো সম্ভব নয়। এমত অবস্থায় কেদারনাথের প্রতি বছর বছর তীর্থযাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে উত্তরাখণ্ড সরকারের তরফ থেকে এমন পরিকল্পনা গ্রহণ করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়।

কেদারনাথে ১২ কিলোমিটার এই রোপওয়ে তৈরি করার জন্য খরচ হবে ১ হাজার ২৬৮ কোটি টাকা। সেখানে ২২ টি টাওয়ার তৈরি করা হবে এবং গৌরীকুন্ড, চিরাবাসা, লিঞ্চলি ও কেদারনাথে থাকবে চারটি স্টেশন। এর জন্য প্রয়োজন পড়বে ২৬.৪৩ হেক্টর অরণ্যভূমির।

Advertisements