Rose Valley Refund Process: রোজভ্যালির চিট হওয়া টাকা ফেরত দিতে চালু হল ওয়েবসাইট, রইল আবেদন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : সময়ের পরিপ্রেক্ষিতে বাংলার বুকে বিভিন্ন সময় গজিয়ে উঠেছিল বিভিন্ন ধরনের চিটফান্ড সংস্থা। সেই সকল চিটফান্ড সংস্থায় টাকা রেখে বহু মানুষকেই সর্বস্বান্ত হতে দেখা গিয়েছে। মূলত কম সময়ে বেশি সুদের লোভেই এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছে বিভিন্ন সময়। আর এই সকল চিটফান্ড সংস্থা হিসাবে যারা মাথা ছাড়া দিয়ে উঠেছিল তাদের মধ্যে রোজভ্যালি (Rose Valley) অন্যতম।

রোজভ্যালি এমন একটি সংস্থা যেখানে লক্ষ লক্ষ মানুষ টাকা বিনিয়োগ করেছিলেন। সবচেয়ে বড় বিষয় হলো, এই সংস্থায় যারা টাকা বিনিয়োগ করেছিলেন তাদের মধ্যে বেশি সংখ্যক মানুষ গ্রামীণ এলাকার এবং খেটে খাওয়া মানুষ। তাদের হাজার হাজার টাকা রোজভ্যালিতে আত্মসাৎ হওয়ার কারণে অনেকেই খুব কষ্টে দিন কাটিয়েছেন। তবে এবার এই সকল বিনিয়োগকারীদের চিট হওয়া টাকা ফেরত দেওয়ার জন্য একটি ওয়েবসাইট (Rose Valley Refund Process) চালু করা হলো।

রোজভ্যালি সংস্থায় চিট হওয়া টাকা ফেরত দিতে কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি ওয়েবসাইট তৈরি করার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মতো এতদিন কাজ চলছিল এবং অবশেষে নতুন যে ওয়েবসাইটটি চালু করা হয়েছে সেটি হল http://www.rosevalleyadc.com। এই ওয়েবসাইটটিতেই বিনিয়োগকারীদের টাকা ফেরতের জন্য আবেদন জানাতে হবে।

আরও পড়ুন 👉 World Peaceful Country: বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? কত নম্বরে ভারত

টাকা ফেরতের আবেদন জানানোর জন্য যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে তা হল, কলকাতা হাইকোর্টের নির্দেশে তৈরি হওয়া রোজভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটির ওই ওয়েবসাইটের মধ্যে ডান দিকে যেখানে তিনটি দাগ রয়েছে অর্থাৎ মেনুতে ক্লিক করতে হবে। এরপর সেখানে বেশ কয়েকটি অপশন রয়েছে এবং সেই সকল অপশন সঠিক ভাবে বেছে ধাপে ধাপে প্রক্রিয়া চালাতে হবে। এখানে সার্টিফিকেট আপলোড থেকে শুরু করে টাকা ফেরতের আবেদনের জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে।

রোজভ্যালিতে অন্ততপক্ষে ৬০ লক্ষ মানুষ যারা বিনিয়োগ করেছিলেন এবং তাদের টাকা আজ চিট হয়ে গিয়েছে। ওই সকল ব্যক্তিদের টাকা ফেরত দেওয়ার জন্য রোজভ্যালির নগদ ৮০০ কোটি টাকা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করে উঠে আসা ২১০০ কোটি টাকা ফেরত দেওয়া হবে সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। এক্ষেত্রে যারা টাকা ফেরত পেতে আবেদন জানাবেন তাদের যথোপযুক্ত প্রমাণ সহ আবেদন জানাতে হবে।