Darjeeling Mail: ভারতীয় রেল সম্প্রতি তাদের বিভিন্ন পরিষেবায় পরিবর্তন আনছে, তেমনি দার্জিলিং মেল এর ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে আজকের প্রতিবেদনে যা বিস্তারিতভাবে জানা যাবে। রেলের সিদ্ধান্ত অনুযায়ী দার্জিলিং মেল আবার কি চলতে শুরু করবে দার্জিলিং জেলা থেকেই? ঐতিহ্যকে ধরে রাখতে এবং জেলার নামটাকে আরো বেশি গুরুত্ব দেওয়ার জন্যই কি নতুন পদক্ষেপ নিল ভারতীয় রেল?
এই ট্রেনটি কোথা থেকে চলবে এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে। ১৪৬ বছরের পুরনো ট্রেনটিকে আবার কি চালানো হবে শিলিগুড়ি জংশন থেকে? আজকের প্রতিবেদনটি যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যদি জানতে চান দার্জিলিং মেল (Darjeeling Mail) আবার কোথা থেকে চলতে শুরু করবে তাহলে বিস্তারিতভাবে পড়তে হবে এই প্রতিবেদনটি।
দার্জিলিং মেল (Darjeeling Mail) পুনরায় কি শুরু হতে চলেছে দার্জিলিং জেলা থেকেই? ভারতীয় রেল হয়তো ঐতিহ্য ফেরানোর জন্যই এই নতুন সিদ্ধান্ত নিয়েছে। পুরনো এই ট্রেনটিকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস। কিন্তু নতুন সিদ্ধান্তের জন্য হয়তো হতাশ হতে হবে হলদিবাড়ি, মেখলিগঞ্জ, জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকার বহু যাত্রীদের। এই নিয়ে নতুন বিতর্ক সামনে আসতে পারে। ভারত তখনও স্বাধীন হয়নি সেই সময় এই দার্জিলিং মেলের রুট ছিল শিলিগুড়ি-জলপাইগুড়ি-হলদিবাড়ি হয়ে নীলফামারী-হিলি-ঈশ্বরদী-রানাঘাট হয়ে শিয়ালদহ। অর্থাৎ এই ট্রেনটি উত্তরবঙ্গ হয়ে তারপরে পূর্ববঙ্গ হয়ে আসত কলকাতায়।
স্বাধীনতার পর এই রুট এক থাকলেও পরবর্তীকালে অবশ্য অনেক পরিবর্তন হয়। উন্নত প্রযুক্তির ফলে তৈরি হয়েছে ব্রিজ। ১৯৬৫ এর ফারাক্কা ব্যারেজ নির্মাণ ও ১৯৭১ সালে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত হয়ে গেলে পরিবর্তিত হয় দার্জিলিং মেলের (Darjeeling Mail) রুট। এখানে শেষ নয় ফের পরিবর্তন করা হয় এই ট্রেনটি রুট। ২০২২ সালে এই ট্রেনের সম্প্রসারণ করা হয় হলদিবাড়ি স্টেশন পর্যন্ত এবং এই রুট সম্প্রসারণের জন্য হলদিবাড়ি, জলপাইগুড়ি শহর সংলগ্ন যাত্রীরা উপকৃত হয়েছিল।
আরও পড়ুন:Vande Bharat Express: যাত্রীসংখ্যার অভাবে সিদ্ধান্ত বদল করলো রেল, বগি সংখ্যা কমতে চলেছে বন্দে ভারতের
দার্জিলিং মেলের রুট হলদিবাড়ি পর্যন্ত সম্প্রসারিত হওয়ায় সুবিধা হয়েছিল যাত্রীদের। কারণ এর ফলে দৈনিক ট্রেন পাওয়ার ক্ষেত্রে অনেক বড় সুবিধা হয়। যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমে গিয়েছিল এই রুট সম্প্রসারণের জন্য। হলদিবাড়ি থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেস আগে চললেও তা এখন তুলে নেওয়া হয়েছে। ত্রি-সাপ্তাহিক ইন্টার্সিটি এক্সপ্রেস বা সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে তিন দিন যায়, তিন দিন আসে। এই কারণে হলদিবাড়ি সংলগ্ন এলাকার যাত্রীদের এবং জলপাইগুড়ি শহর সংলগ্ন একাংশ যাত্রীদের কলকাতা যাওয়ার একমাত্র ট্রেন হল দার্জিলিং মেল (Darjeeling Mail)।
যদি এই ট্রেনটিকে আবার শিলিগুড়ি থেকে ছাড়া হয় তাহলে সমস্যা হবে যাত্রীদের। এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে কোনোরকম চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্র মারফত জানা যাচ্ছে যে, মূলত নিউ জলপাইগুড়ি জংশন থেকে ঠাকুরগঞ্জ বা বাগডোগরা রুটে ডাবল লাইন না থাকার জন্যই দার্জিলিং মেল আপাতত ফিরছে না শিলিগুড়ি জংশনে। যদি দার্জিলিং মেল পুনরায় শিলিগুড়িতে ফিরে আসে তাহলে একদিকে যেমন আনন্দ হবে আবার অন্যদিকে দুর্ভোগও পোহাতে হবে যাত্রীদের। বিষয়টি নিয়ে জল্পনা অনেক দূর গেছে কিন্তু কোনরকম সিদ্ধান্ত এখনো জানা যায়নি।।