Advertisements

মাত্র কয়েক সেকেন্ডে রয়্যাল এনফিল্ডের হ্যান্ডেল লক ভেঙে চুরি, অবাক পুলিশ

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : রাস্তাঘাটে মোটরবাইক দাঁড় করিয়ে দূরে যাওয়া কতটা ঝুঁকিপূর্ণ তা এক চোরের কীর্তি দেখেই স্পষ্ট। রয়েল এনফিল্ডের মত হাই প্রটেকশন মোটরবাইকের হ্যান্ডেল লক মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙ্গে কিভাবে চুরি করে থাকে চোরেরা তা পুলিশকে দেখালো এক চোর। এই কীর্তি দেখে পুলিশের পাশাপাশি প্রত্যেকেই অবাক হতে বাধ্য।

Advertisements

পায়ে করে হ্যান্ডেলে আলতো চাপ, আর সেই চাপে হ্যান্ডেল লক ভেঙে যেতেই দুটি তার হাতে করে পাকিয়ে দেওয়া। ব্যাস এতেই কামাল। এমনটাই করে দেখিয়েছে পুলিশের হাতে ধরা পরা ওই চোর। যে ভিডিওটি দেখে মোটরসাইকেল পার্ক করে হ্যান্ডেল লক করেও শান্তিতে থাকতে পারবেন না। কারণ অভিজ্ঞ এই ধরনের চোরের নজরে আপনার মোটরবাইক পড়লে রক্ষে নেই।

Advertisements

মোটর বাইক চুরি করার অভিযোগে অভিজ্ঞ দুই যুবককে হাম মধ্যপ্রদেশ পুলিশ মধ্যপ্রদেশের গোয়ালিয়র থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়ার পর ওই দুই যুবক পুলিশের জেরার মুখে অনেক কথায় ফাঁস করেন এবং শেষমেষ থানার মধ্যেই মোটর বাইকের হ্যান্ডেল লক ভাঙ্গার ডেমো দেখান। তাদের সেই ডেমোর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisements

ওই যুবকের হাতের কাজের ডেমো থেকে কার্যত টেনশনে পড়ে গিয়েছেন যেকোনো মোটরবাইকের মালিকরা। বিশেষত টেনশন বৃদ্ধি পাওয়ার কারণ হাই প্রটেকশন যুক্ত রয়েল এনফিল্ড মোটরবাইকের মত মোটরবাইকের হ্যান্ডেল লক যদি এইভাবে নিমেষে তারা ভেঙে দিতে পারেন তাহলে অন্যান্য মোটর বাইকের ক্ষেত্রে কি হবে?

মধ্যপ্রদেশ পুলিশ গোপন সূত্রে এই দুই যুবকের খবর পায়। তারপর সিটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (সিএসপি) রবি ভাদোরিয়া টিম নিয়ে গিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করেন। তারপরেই ওই দুই যুবকের এমন কীর্তি দেখে চক্ষুচড়কগাছ হয়ে যায় পুলিশের। জেরার মুখে ওই দুই যুবক স্বীকার করেছেন তারা মূলত রয়েল এনফিল্ড চুরি করে থাকেন। কারণ এই মোটর বাইক এর চাহিদা রয়েছে বাজারে অনেক বেশি।

Advertisements