Royal Enfield Shotgun 650: গাড়ির বাজারে দারুন অফার, আসছে রয়েল এনফিল্ডের দুরন্ত বাইক, সুযোগ পাবে ২৫ জন

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Royal Enfield Shotgun 650: গাড়ি প্রেমীদের জন্য দুর্দান্ত খবর শোনালো রয়েল এনফিল্ড। যা গাড়ির বাজারে বিশেষত টু হুইলার জগতের এক বিলাসবহুল গাড়ি। এবার সেই রয়েল এনফিল্ড বাইক প্রেমীদের জন্য আনছে এক চোখ ধাঁধানো দুর্দান্ত বাইক। তবে এই মডেল দেশের সকলে কেনার সুযোগ পাবে না। মাত্র ৬ জনই সুযোগ পাবে রয়েল এনফিল্ডের এই মডেল কেনার। কোন মডেল বাজারে আনছে রয়েল এনফিল্ড? তাতে কি কি বৈশিষ্ট্য থাকছে? দাম কত? জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Advertisements

ভারতীয় গাড়ির বাজারে আসন্ন রয়েল এনফিল্ডের এই নতুন মডেল হল রয়েল এনফিল্ড শটগান ৬৫০ (Royal Enfield Shotgun 650)। যা মূলত সীমিত সংস্করণে বাজারে আসতে চলেছে। সারা বিশ্বজুড়ে মোট ১০০ ইউনিট রয়েল শটগান ৬৫০ আইকন সংস্করণ আনা হচ্ছে। যার মধ্যে ভারতে মিলবে ২৫টি ইউনিট। আর সেই কারণেই ২৫ জন এই দুর্দান্ত বাইক কেনার সুযোগ পাবে। তো চলুন সময় নষ্ট না করে বাইকের দাম, বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

Advertisements

অটোমোবাইল সূত্রে খবর, রয়েল এনফিল্ডের এই শটগান ৬৫০ বাজারে আসছে আইকন মোটরস্পোর্টসের সহযোগিতায়। অর্থাৎ রয়েল শটগান ৬৫০ কাস্টমাইজ করা হয়েছে আইকন মোটরস্পোর্টস দ্বারা। এনফিল্ডের এই সীমিত আইকন সংস্করণ বাজারে মিলবে তিনটি কালার কম্বিনেশনে। এই বাইকটিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে সমস্ত অংশগুলি হাইলাইট করা যায়। বাইকটিতে রয়েছে একটি লাল সিট, বার অ্যান্ড মিরর, নীল শক অ্যাবসর্বার, গোল্ডেন হুইল প্রভৃতি ফিচারস। শুধু তাই না, এই গাড়ি ক্রেতাদের সংস্থা তরফ থেকে বাইকের রং অনুযায়ী দেওয়া হবে সামঞ্জস্যপূর্ণ একটি জ্যাকেট।

Advertisements

আরও পড়ুন: বাজেট পেশের পর কমে গেল এই দুই বাইকের দাম, পাবেন মাত্র ১.১০ লাখ টাকায়

উল্লেখ্য বিষয়, রয়েল এনফিল্ডের এই ৬৫০ প্রদর্শন করা হয়েছিল EICMA ২০২৪ এবং Motoverse ২০২৪এ। তবে যদি ইঞ্জিনের কথা বলি সেক্ষেত্রে আইকন সংস্করণে এনফিল্ড ৬৫০ (Royal Enfield Shotgun 650) এর কোনো ইঞ্জিন সংস্করণ হয়নি। স্ট্যান্ডার্ড মডেলের মতোই রয়েছে ইঞ্জিন। ৬৪৮ সিসির সমান্তরাল টুইন মোটর যুক্ত করা হয়েছে। যা শক্তি উৎপন্ন করবে ৪৭ এইচপি এবং টর্ক উৎপন্ন করতে সক্ষম হবে ৫২.৩ এনএম।

এবার আসি দামের কথায়, রয়েল এনফিল্ড শটগান ৬৫০ আইকন সংস্করণের দাম রয়েছে স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় বেশি। প্রসঙ্গত ভারতীয় বাজারে ৩.৫৯ লক্ষ টাকা থেকে শুরু এনফিল্ড শটগান ৬৫০এর। সেক্ষেত্রে রয়েল এনফিল্ড শটগান ৬৫০ (Royal Enfield Shotgun 650) আইকন সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৪.২৫ লক্ষ টাকা। যা ভারতে ২৫ ইউনিট মিলবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মোটরবাইকের বুকিং। বুকিংয়ে যাদের নির্বাচন করা হবে তারাই এই বাইক কেনার সুযোগ পাবেন। ১২ই ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় জানানো হবে সেই নির্বাচিত ব্যক্তিদের নাম। তাই এনফিল্ড কেনার প্ল্যানে যারা রয়েছেন দেরি না করে সত্ত্বর বুকিং করুন। না হলেই দুর্দান্ত বাইক হবে হাতছাড়া।

Advertisements