পিচের ড্রাম ছোট করতে পেতে দিয়েছিলেন লাইনের, দুর্ঘটনা থেকে ট্রেন বাঁচলেও পুলিশের হাত থেকে রক্ষা পেলেন না ‘আহাম্মক’

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বে কত ধরনের মানুষ না দেখা যায়! যে সকল মানুষদের কাজকারবার যেমন অন্যদের বিপদের মুখে ফেলে দেয়, ঠিক সেই রকমই আবার ওই সকল মানুষদের কাজকর্মে মাথায় হাত দিতে হয় অন্যান্যদের। ঠিক যেমনটা বৃহস্পতিবার ঘটেছে সেবক ও বাগড়াকোট স্টেশনের মাঝে রুঙডুঙ বনবস্তি এলাকায় থাকা মংপংয়ের জঙ্গলে। এই জঙ্গলে রেললাইনের উপর এক ব্যক্তি যে কাজ করেছেন তা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন।

Advertisements

জঙ্গলের পাশে একটি খালি পিচের ড্রাম ও লোহার পাত পড়েছিল। সেগুলি দেখতে পান দেবনারায়ণ প্রধান নামে একজন। খালি পিচের ড্রাম এবং লোহার পাত পড়ে থাকতে দেখে সেগুলি কুড়িয়ে নিয়ে গিয়ে বিক্রি করবেন এবং তা থেকে কিছু টাকা পয়সা পাওয়া যাবে এমনটা ওই ব্যক্তি মনস্থির করেছিলেন। এত দূর পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও এরপরে যে ঘটনা ঘটেছে তা রীতিমতো আহাম্মকের কাজ কারবারের মতোই।

Advertisements

দেবনারায়ণ প্রধান নামে ওই ব্যক্তি পিচের এত বড় ড্রাম আর লোহার পাত বইতে পারবেন না। কি করা যায় এমন ভেবে সেগুলিকে তিনি ছোট করতে রেললাইনের ওপর চাপিয়ে দেন। তিনি ভেবেছিলেন ওই লাইনের উপর দিয়ে যখন ট্রেন যাবে তখন ট্রেনের চাপে সেগুলি ছোট হয়ে যাবে আর সেগুলিকে তিনি সহজেই বয়ে নিয়ে যেতে পারবেন এবং বিক্রি করতে পারবেন। কিন্তু তিনি ভেবে ওঠেননি, তার এমন আহাম্মকের মতো কাজের কারণে একটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়তে পারে আর হাজার হাজার মানুষের জীবন নিয়ে টানাটানি হতে পারে।

Advertisements

আরও পড়ুন : Tarapith tour on Vande Bharat: এবার বন্দে ভারতে চড়ে হবে তারা মায়ের দর্শন, কত পড়বে ভাড়া

বৃহস্পতিবার যখন তিনি এমন ঘটনা ঘটান সেই সময় ওই লাইনের উপর দিয়ে আসছিল ডাউন আনন্দ বিহার এক্সপ্রেস। ট্রেনটি লাইনের উপর দিয়ে আসার সময় আচমকা লাইনের উপর পিচের ড্রাম এবং লোহার পাত দেখতে পেয়ে লোকো পাইলট তড়িঘড়ি এমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেয়। চালকের তৎপরতায় ট্রেনটি থামিয়ে দেওয়ার ফলে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় ডাউন আনন্দবিহার এক্সপ্রেস। তবে ডাউন আনন্দবিহার এক্সপ্রেস রক্ষা পেলেও পুলিশের হাত থেকে রক্ষা পাননি দেবনারায়ণ প্রধান।

আরপিএফ এই ঘটনার তদন্তে নেমে শুক্রবার দেবনারায়ণ প্রধানকে গ্রেপ্তার করে। আরপিএফ-এর হাতে গ্রেপ্তার হওয়ার পর দেবনারায়ণ প্রধান পুরো বিষয়টি স্বীকার করে নিয়েছেন এবং তিনি কেন এমন কান্ড ঘটিয়েছিলেন তাও জানিয়েছেন। তার এমন কাণ্ডকারখানা রীতিমতো রেলকে চিন্তায় ফেলেছে। আবার অনেকেই ভেবে উঠতে পারছেন না, নিজের সুবিধার জন্য অন্যদের জীবন বিপদের মুখে ফেলে দিতে কেউ এমন কান্ড ঘটাতে পারেন।

Advertisements