ভাঙ্গা গেল ‘এমএ ইংলিশ চাওয়ালি’-র দোকান, বাড়লো ক্ষোভ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ইংরেজিতে মাস্টার্স ডিগ্রি করার পর চাকরি মেলেনি। তবে চাকরি না পেলেও নিজে স্বাবলম্বী হতে চেয়ে ছিলেন এই যুবতী টুকটুকি দাস। স্বাবলম্বী হওয়ার জন্য চা বিক্রি করার সিদ্ধান্ত নেন। স্বাবলম্বী হওয়ার এই লক্ষ্যকে পূরণ করার জন্য টুকটুকি বনগাঁ শাখা হাবরা রেল স্টেশনে একটি স্টল ভাড়া নেয় চায়ের ব্যবসা করার জন্য।

Advertisements

সেই স্টল ভাড়া নেওয়ার পর সেখানে ওই যুবতী চা বিক্রি করা শুরু করলে তিনি এবং তার চায়ের দোকান ‘এমএ ইংলিশ চাওয়ালি’ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। রাজ্যজুড়ে এই ঘটনা ভাইরাল হওয়ার পর তার পাশে দাঁড়ায় তৃণমূল। রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাকে চাকরি দিতে চান। তবে ওই যুবতী জানান, চায়ের দোকান করেই তিনি স্বাবলম্বী হতে চান।

Advertisements

এরপর তৃণমূলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ভাড়ার পরিবর্তে তাকে স্থায়ী একটি চায়ের স্টল করে দেওয়ার। সেই সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় পৌরসভা ও তৃণমূল কর্মীরা ওই রেলস্টেশনে তাকে একটি স্থায়ী স্টল তৈরি করে দেন। কিন্তু এর পরেই শুরু হয় রেলের সঙ্গে তৃণমূলের বিতণ্ডা।

Advertisements

শুধু বিতণ্ডা নয়, এর পাশাপাশি সম্প্রতি রেল পুলিশের তরফ থেকে ‘এমএ ইংলিশ চাওয়ালি’-র জন্য যে নতুন স্টল করে দেওয়া হয়েছিল সেটি ভেঙ্গে দেওয়া হয়েছে। কারণ হিসাবে রেলের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, স্টলটির কোনো বৈধতা না থাকার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাল্টা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, “আমরা দু’এক দিনের মধ্যে আবার স্টলটি বসিয়ে দেব। টুকটুকি চাকরি নিতে চায়নি। ব্যবসা করতে চায়। তাই দলের এই সিদ্ধান্ত।” এমনকি তৃণমূলের তরফ থেকে এই ঘটনার প্রতিবাদে এদিন দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় রেলস্টেশনে। যদিও রেলের তরফ থেকে ফের জানানো হয়েছে, লাইসেন্স ফি দেওয়ার পর এবং জায়গার অনুমোদন পেলে তবেই স্টেশনে নতুন করে স্টল বানানো যায়।

Advertisements