ট্রেনে চড়ে এই নিয়মটি ভাঙলেই সঙ্গে সঙ্গে গ্রেপ্তার, জারি নয়া নির্দেশিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে গত ৫ মে থেকে বন্ধ রয়েছে লোকাল ট্রেন। করোনা সংক্রমণের দিকে নজর রেখে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত যে দিকে হাঁটা হচ্ছে তাতে আপাতত লোকাল ট্রেন রাজ্যে চালু হবে না এমনটাই মনে করা হচ্ছে। তবে লোকাল ট্রেন বন্ধ থাকলেও চলছে স্টাফ স্পেশাল ট্রেন।

Advertisements

Advertisements

স্টাফ স্পেশাল ট্রেনের ক্ষেত্রে প্রথম দিকে রেলের কর্মচারীরা, পরে স্বাস্থ্যকর্মী, ব্যাঙ্ক কর্মী সহ জরুরী পরিষেবার সাথে যুক্ত কর্মীরা চড়ার অনুমতি পায়। সম্প্রতি এই সকল কর্মীরা ছাড়াও উপযুক্ত কারণ দেখিয়ে প্রতিদিনের ভিত্তিতে টিকিট বুক করে স্টাফ স্পেশাল ট্রেনে সাধারণ মানুষদেরও চড়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে ট্রেনের সংখ্যা কম থাকায় প্রতিনিয়ত বাড়ছে ভিড়। আর এইভাবে পাল্লা দিয়ে ভিড় বাড়ার কারণে বহু যাত্রীকেই লক্ষ্য করা যাচ্ছে নিয়ম ভঙ্গ করার। এবার এই নিয়ম ভঙ্গ করার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিলো রেল।

Advertisements

অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার ঘোষণা করেছেন, আপাতত লোকাল ট্রেন চালু করার অনুমতি দেবে না রাজ্য। যতদিন পর্যন্ত ভ্যাক্সিনেশন প্রক্রিয়া ৫০% পূর্ণ হচ্ছে ততদিন লোকাল ট্রেন চলবে না। এই পরিস্থিতিতে ট্রেন পরিষেবা এখনো স্বাভাবিকের মত না হওয়ায় স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে। আর এই চাপ বাড়ার কারণে বহু পুরুষ যাত্রীকে লক্ষ্য করা যাচ্ছে নিয়ম ভেঙে মহিলা যাত্রীদের কামরায় উঠে পড়েছেন।

এক্ষেত্রে এবার থেকে নিয়মের তোয়াক্কা না করে যদি কোন পুরুষ যাত্রী মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় উঠে পড়েন তাহলে আর জরিমানা নয়, বরং সরাসরি গ্রেপ্তার করা হবে। এই বিষয়টি নিয়ে প্রতিদিন ভুরিভুরি অভিযোগের পরিপ্রেক্ষিতে রেলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হঠাৎ করে এই কড়া পদক্ষেপ নেওয়ার আগে রেলের তরফ থেকে মাইকিং এবং অন্যান্য মাধ্যমে প্রচার করা শুরু হয়েছে।

Advertisements