Hand Luggage: খুব শীঘ্রই কি বিমানে ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে। হ্যান্ড লাগেজ নিয়ে নতুন নীতি চালু করেছে ‘ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি-র’ (BCAS) , বিমানবন্দরে যাওয়ার আগে এই বিষয়ে সমস্ত তথ্য জানা দরকার। যাত্রী চাপ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে প্রি-এমবার্কেশন সিকিউরিটি চেকপয়েন্টে এবং এরফলে রীতিমত হিমশিম খেতে হচ্ছে বিসিএএস এবং সিআইএসএফকে। বিমানের হ্যান্ড লাগেজ নীতি এবার থেকে আরও কঠোর করবে এই দুই বাহিনী। সমস্ত বিমান সংস্থাগুলো এই নতুন নিয়ম মানতে বাধ্য।
নয়া বিসিএএস হ্যান্ড ব্যাগেজ নীতি অনুসারে, বিমানের যাত্রীরা এখন থেকে শুধুমাত্র একটি করেই লাগেজ (Hand Luggage) রাখতে পারবে বিমানে। যারা সম্প্রতি বিমান ভ্রমণ করতে চলেছেন তারা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নিন। অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক উড়ানের মধ্যে একজন যাত্রী কেবল একটি হাত বা কেবিন ব্যাগ বহন করতে পারেন।
এই নতুন নিয়ম সম্পর্কে এয়ার ইন্ডিয়া কি বলেছে? যেসব যাত্রীরা ইকোনমি বা প্রিমিয়াম ইকোনমি ক্লাসে ভ্রমণ করবেন তারা এখন থেকে ৭ কেজি পর্যন্ত ওজনের একটি হ্যান্ড লাগেজ রাখতে পারবেন। যেসব যাত্রীরা বিজনেস ক্লাসে ভ্রমণ করবেন তারা ১০ কেজি ওজনের লাগেজ বহন করতে পারবেন। বিমান সংস্থাগুলি জানিয়েছে, লাগেজের মাপ হতে হবে উচ্চতায় ৫৫ সেমি (২১.৬ ইঞ্চি), দৈর্ঘ্য ৪০ সেমি (১৫.৭ ইঞ্চি), এবং প্রস্থে ২০ সেমি-র (৭.৮ ইঞ্চি)।
অনেক যাত্রী আছেন যারা ২০২৪ সালের ২ মে-র আগে বিমান টিকিট বুক করেছেন সেইসব যাত্রীরা কিন্তু নতুন নিয়মের অন্তর্ভুক্ত হবেন না। পুরনো নিয়ম অনুসারে ইকোনমি যাত্রীদের জন্য ৮ কেজি, প্রিমিয়াম ইকোনমি যাত্রীদের জন্য ১০ কেজি এবংবিজনেস ক্লাসের জন্য ১২ কেজি পর্যন্ত ছাড় কার্যকর হবে। যেসব যাত্রীরা ২রা মের পরে টিকিট কেটেছেন তারা যেকোনও টিকিটের ক্ষেত্রে নতুন লাগেজ নীতি অনুসরণ করবেন।
বিমান যাত্রীদের লাগেজ (Hand Luggage) সম্পর্কিত সঠিক ধারণা হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। ইন্ডিগো এয়ারলাইন্স অনুমতি দিয়েছে যে, যাত্রীরা সর্বোচ্চ ৭ কেজি ওজনের একটি কেবিন ব্যাগ বহন করতে পারবে। পাশাপাশি যাত্রীদের ৩ কেজি ওজনের হ্যান্ড লাগেজ নিয়ে বিমানে চড়ায় ছাড় থাকবে।