নিজস্ব প্রতিবেদন : দেশে যে সকল ব্যাঙ্ক (Bank) রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি ব্যাঙ্ক হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। বর্তমানে এই ব্যাংকের গ্রাহক সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে মূলত ব্যাংক সংযুক্তিকরণের পর। যে কারণে এই ব্যাংকের তরফ থেকে নিয়মে কোন পরিবর্তন আনা হলেই তার প্রভাব পড়ে কোটি কোটি গ্রাহকের উপর।
সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে তাদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটি বদল আনা হবে বলে ঘোষণা করা হয়েছে। নতুন ঘোষণা মূলত এটিএম থেকে ট্রানজেকশন করার ক্ষেত্রে। এটিএম কাউন্টার থেকে টাকা তোলার সময় যদি গ্রাহকদের ট্রানজেকশন ফেলড হয় তাহলে এই টাকা কাটা হবে বলে জানানো হয়েছে। ঠিক কি নিয়ম জারি করা হচ্ছে ব্যাংকের তরফ থেকে।
ব্যাংকের তরফ থেকে তাদের নতুন নিয়মের বিষয়ে জানানো হয়েছে, যদি কোন গ্রাহক এটিএম কাউন্টার থেকে টাকা তোলার জন্য ট্রানজেকশন করছেন এবং ব্যালেন্সের অভাবে সেই ট্রানজেকশন ফেলড হয় তাহলে জরিমানা কাটা হবে। নতুন এই নিয়ম জারি হবে আগামী ১ মে ২০২৩ থেকে। কত টাকা কাটা হবে?
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, এটিএম কাউন্টার থেকে টাকা তোলার সময় যদি এই ধরনের কোন ঘটনা ঘটে তাহলে প্রতি ট্রানজেকশনের ক্ষেত্রে ১০ টাকা করে কাটা হবে। ১০ টাকা করে কাটার পাশাপাশি কাটা হবে জিএসটি।
ব্যাংকের তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “প্রিয় গ্রাহকগণ ০১.০৫.২০২৩ তারিখ থেকে অপর্যাপ্ত তহবিলের কারণে এটিএম থেকে টাকা তুলতে না পারলে ব্যাঙ্ক ১০ টাকা ও তার উপর জিএসটি চার্জ করবে৷” ব্যাংকের তরফ থেকে এই নিয়ম জারি করার ফলে গ্রাহকদের দুশ্চিন্তা বৃদ্ধি পাবে তা নিয়ে কোন সন্দেহ নেই। পাশাপাশি খেয়াল রাখতে হবে, টাকা তোলার সময় যেন অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকে।