দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মে বদল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে বেড়েছে অনলাইনে টিকিট বুকিং। তবে অনলাইনের পাশাপাশি আগের মতোই কাউন্টার থেকেও টিকিট বুকিং পরিষেবা বজায় রয়েছে। তবে সম্প্রতি এই দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং করার ক্ষেত্রে বেশ কিছু বদল আনা হয়েছে রেলের তরফ থেকে। এখন থেকে টিকিট বুকিং করার জন্য নতুন কিছু কোড মনে রাখতে হবে যাত্রীদের।

Advertisements

Advertisements

রেলের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া সেই কোডগুলি টিকিট বুকিং করার সময় কোচ অথবা সিট বুকিং করার ক্ষেত্রে দিতে হবে। নতুন এই নিয়ম আসার দরুন সাময়িকভাবে অসুবিধার সম্মুখীন হতে পারেন যাত্রীরা বলে মনে করা হচ্ছে। তবে এই সকল কোড মারফত টিকিট বুকিং আরও সহজ হবে বলে দাবি করা হয়েছে রেলের তরফ থেকে।

Advertisements

টিকিট বুকিং করার সময় যে সকল কোড ব্যবহার করতে হবে সেই কোডগুলি হল স্লিপারের জন্য S.L.S, এসি চেয়ার কারের জন্য C.C.C, থার্ড এসির জন্য 3A B, এসি থ্রি টিয়ার ইকোনমির জন্য 3EM, সেকেন্ড এসির জন্য 2A A, গরীব রথের এসি থ্রি টায়ারের জন্য 3A G, গরীব রথের চেয়ারকারের জন্য CC J, ফার্স্ট এসির জন্য 1 A H, এক্সিকিউটিভ ক্লাসের জন্য E.CE, অনুভূতি ক্লাসের জন্য E.AK, ফার্স্ট ক্লাসের জন্য F. CF, ভিস্টাডোম এসির জন্য V.S. AC DV।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের প্রতিটি রাজ্যে ভিস্টাডোম কোচ চালু করার। এই কোচের মধ্যে রয়েছে এসি থ্রি টিয়ারের ইকোনমি ক্লাসও। পর্যটন শিল্পের বিকাশের জন্য প্রতিটি রাজ্যের অন্ততপক্ষে একটি করে এই ধরনের ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। এই সকল ট্রেনের কোচগুলি সম্পূর্ণ কাচের তৈরি। এমনকি এর ছাদও কাচ দিয়ে তৈরি করা।

Advertisements