অনলাইনে ক্যাশ অন ডেলিভারির নিয়মে বদল! না জানলে আর জিনিস পাবেন না

নিজস্ব প্রতিবেদন : বর্তমান ডিজিটাল যুগে অধিকাংশ মানুষ এখন বাড়িতে বসেই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফেলেন। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে জামা কাপড় সবকিছুই এখন অনলাইন নির্ভর হয়ে পড়েছে। প্রতিদিনই অনলাইন নানান বিপণনী সংস্থায় (Online Shopping) হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র বিক্রি হচ্ছে অর্থাৎ দেশের নাগরিকদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। তবে এবার এই অনলাইন শপিংয়ের ক্ষেত্রে একটি নিয়মে বদল আসছে।

অনলাইনে যারা শপিং করে থাকেন তাদের বড় সংখ্যার গ্রাহকরা ক্যাশ অন ডেলিভারি (Cash on Delivery) হিসেবে জিনিসপত্র নিয়ে থাকেন। অর্থাৎ এই বড় সংখ্যার গ্রাহকরা বাড়িতে জিনিসপত্র আসার পরে পেমেন্ট করে থাকেন। অনলাইন শপিংয়ের ক্ষেত্রে নিয়মে যে বদল আসছে তা এই ধরনের ক্যাশ অন ডেলিভারি অর্ডার করা গ্রাহকদের জন্য। নতুন এই নিয়ম না জানলে আর তারা জিনিসপত্র পাবেন না।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে গত কয়েক মাস আগে ঘোষণা করে দেওয়া হয়েছে ২০০০ টাকার নোটের ব্যবহার নিয়ে। যেখানে বলা হয়েছে সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত এই মোটা অংকের গোলাপি নোট ব্যবহার করা যাবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে ২০০০ টাকার নোট ব্যাংকে জমা দিয়ে দিতে হবে। কিন্তু অনেকেই রয়েছেন যারা এখনো ২০০০ টাকার নোট নিজেদের কাছে রেখে দিয়েছেন।

২০০০ টাকার নোট অনেকেই নিজেদের কাছে রেখে দেওয়ার পাশাপাশি অনেকেই ২০০০ টাকার নোট দিয়ে অনলাইন থেকে ক্যাশ অন ডেলিভারি করা জিনিসপত্রের পেমেন্ট করছেন। কিন্তু আর এই নোট দিয়ে পেমেন্ট করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে একাধিক সংস্থার তরফ থেকে। অনলাইন বিপণনী সংস্থাগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় সংস্থা amazon এর তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে আর তারা ২০০০ টাকার নোট নেবে না।

৩০ সেপ্টেম্বর ২০২৩, ২০০০ টাকার নোট ব্যাংকে জমা করার শেষ তারিখ হলেও অ্যামাজনের তরফ থেকে জানানো হয়েছে, তারা ক্যাশ অন ডেলিভারি গ্রাহকদের কাছে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার নোট নেবেন এবং ১৯ সেপ্টেম্বর থেকে আর নেবেন না। অর্থাৎ যে সকল গ্রাহকরা এখনো পর্যন্ত প্ল্যান করে রেখেছেন যে amazon কে ২০০০ টাকার নোট দিয়ে ঝামেলা থেকে মুক্তি পাবেন তাদের এই নিয়ম আবশ্যিকভাবে জেনে রাখা দরকার।