PM Kisan new rules: বদলে গেল নিয়ম, এবার এই দুটি কাজ না করলে মিলবে না প্রধানমন্ত্রী কিষানের টাকা

নিজস্ব প্রতিবেদন : দেশের কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্র সরকারের (Central Government) তরফ থেকে বিভিন্ন সময় নতুন নতুন প্রকল্প চালু করা হয়ে থাকে। কেন্দ্র সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত যে সকল প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan)। এই প্রকল্প এত জনপ্রিয় হওয়ার পিছনে রয়েছে নগদ টাকা।

কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পের মধ্য দিয়ে দেশের কৃষকদের প্রতিবছর ৬০০০ টাকা নগদ দেওয়া হয়। তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে এই আর্থিক সাহায্য সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে। ২০১৮ সালে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত একইভাবে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে।

কেন্দ্র সরকারের এই প্রকল্প দিন দিন জনপ্রিয় হওয়ার পাশাপাশি বাড়ছে কৃষকদের সংখ্যা। তবে এখনো পর্যন্ত যোগ্য কৃষকদের সম্পূর্ণ তালিকা কেন্দ্র সরকারের হাতে আসেনি। যে কারণে এই প্রকল্পে এবার নতুন নিয়ম (PM Kisan new rules) জারি করা হচ্ছে। নতুন সেই নিয়ম অনুযায়ী কৃষকদের দুটি কাজ করে ফেলতে হবে। এই দুটি কাজের মধ্যে আবার একটি না করলে অ্যাকাউন্টে টাকায় আসবে না। সুতরাং যারা এই প্রকল্পের আওতায় রয়েছেন তাদের অবিলম্বে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া কাজটি সেরে ফেলতে হবে।

আরও পড়ুন 👉 প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধির জন্য আপনি বাছাই হয়েছেন কিনা জানার পদ্ধতি

কেন্দ্র সরকারের তরফ থেকে মূলত যে সকল নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে একটি হল, এই প্রকল্পের আওতায় থাকা প্রত্যেক কৃষককে কিষান ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে। কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে যেমন স্বল্প সুদে কৃষকদের ঋণ দেওয়া হয়ে থাকে, ঠিক সেই রকমই আবার কৃষকদের জন্য বীমা কভারেজও থাকে। সুতরাং এই কাজটি করলে কৃষকদের উপকারই হবে।

অন্যদিকে আরেকটি কাজ হল ই-কেওয়াইসি। ই-কেওয়াইসি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই জানা যাচ্ছে। গুরুত্বপূর্ণ এই কাজটি সময়ের আগে না করা হলে কৃষকরা যে টাকা পেতেন সেই টাকা আর আসবেনা। এর আগেও এই গুরুত্বপূর্ণ কাজের জন্য একাধিকবার কেন্দ্রের তরফ থেকে কৃষকদের নির্দেশ দেওয়া হয়েছে। ই-কেওয়াইসি করার মূল উদ্দেশ্য হলো জালিয়াতি ঠেকিয়ে আরও বেশী যোগ্য কৃষকদের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া।