Swasthya Sathi Rules Change: এত সহজে আর নয়, স্বাস্থ্য সাথীর নিয়মে বড় বদলের ঘোষণা রাজ্যের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের শাসক দল হিসাবে তৃণমূল আসার পর রাজ্যে একের পর এক সরকারি প্রকল্প (Government Scheme) চালু হয়েছে। সেই সকল সরকারি প্রকল্পের মধ্যে আবার বেশ কিছু সরকারি প্রকল্প যেগুলি মানুষের মনে দাগ কেটে গিয়েছে। যেমন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী প্রকল্প ইত্যাদি। এই সকল প্রকল্পের মধ্যে আবার স্বাস্থ্যসাথী প্রকল্প (Swasthya Sathi) অন্যতম।

Advertisements

রাজ্যের বাসিন্দাদের স্বাস্থ্য খাতে খরচের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার জন্য এই প্রকল্প চালু করা হয়। প্রথমদিকে এই প্রকল্প কেবলমাত্র সীমিত সংখ্যক কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও পরে একুশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পকে সর্বজনীন করে দেন। এই প্রকল্প সর্বজনীন করে দেওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে এবার এই প্রকল্পে (Swasthya Sathi Rules Change) বড় বদলের ঘোষণা করল রাজ্য।

Advertisements

স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে যাতে দুর্নীতি না হয়, যাতে এই প্রকল্পের সুবিধা নিয়ে বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠান আর্থিক কারচুপি করতে না পারে তার জন্য বিভিন্ন সময় নিয়মে নানান পরিবর্তন আনা হয়েছে। সেই রকমই এবার নতুন নিয়মের কথা জানানো হলো। মঙ্গলবার নতুন নিয়মের বিষয়টি সামনে এসেছে। নতুন এই নিয়ম সামনে আসার পরিপ্রেক্ষিতে স্পষ্ট, আর আগের মত এত সহজে স্বাস্থ্য সাথী প্রকল্পের টাকা মিলবে না। এবার টাকা পেতে হলে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে রোগী থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষকে।

Advertisements

আরও পড়ুন ? Swasthya Sathi New Rules: আগের সব নিয়ম অতীত! এবার মুশকিল আসানে স্বাস্থ্য সাথী নিয়ে বড় ঘোষণা

স্বাস্থ্য সাথী প্রকল্পে এবার যে নিয়মের বদল আনা হয়েছে তা হলো ইমার্জেন্সি অর্থোপেডিক অপারেশনের ক্ষেত্রে। যেখানে বলা হয়েছে দুর্ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে হাসপাতালে আনতে হবে রোগীকে। হাসপাতালে রোগীকে আনার পর দুর্ঘটনা সংক্রান্ত প্রমাণ্য সরকারি নথি জমা দিতে হবে তবেই পাওয়া যাবে বেসরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা। নতুন এই নিয়ম না মানলে আর স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা মিলবে না এমার্জেন্সি অর্থোপেডিক অপারেশনের ক্ষেত্রে।

এছাড়াও বেসরকারি হাসপাতালে অপারেশন করার ক্ষেত্রে সেই সকল চিকিৎসককে দিয়েই অপারেশন করাতে হবে যাদের সরকারি পোর্টালে আগে থেকে নাম নথিভুক্ত রয়েছে। নাম নথিভূক্ত সার্জেন যদি অপারেশন না করেন তাহলে কিন্তু স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। সুতরাং এই ক্ষেত্রে অর্থাৎ এমার্জেন্সি অর্থোপেডিক অপারেশনের ক্ষেত্রে এবার যারা স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা নিতে চাইছেন তাদের এই সকল নিয়ম মেনে চলতে হবে।

Advertisements