নিজস্ব প্রতিবেদন : বিশ্বের সবচেয়ে ধনী শিল্পপতি এলন মাস্কের (Elon Musk) হাতে টুইটার (Twitter) আসার পর বিভিন্ন ক্ষেত্রে আসছে বিভিন্ন পরিবর্তন। টুইটার নিজের হাতে নেওয়ার পর এলন মাস্ক প্রথম যে বদল করেন তা হল ব্লু টিক। যে ব্লু টিক নেওয়ার জন্য এখন ব্যবহারকারীদের মাসে মাসে গাঁটেরকড়ি খরচ করতে হচ্ছে। এই নিয়ম পরিবর্তনের ঝড় থামতে না থামতেই ফের নতুন একটি নিয়ম চালু করল সংস্থা।
এলন মাস্কের সংস্থা টুইটারের ক্ষেত্রে এবার টুইট (Tweet) পড়ার ক্ষেত্রেও কাঁচি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত দিনে ক’টি টুইট পড়া যাবে তা সংস্থার তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এমন সিদ্ধান্ত গ্রহণের পিছনে কি কারণ রয়েছে তা সম্পর্কে জানাতে গিয়ে এলন মাস্ক জানান, ডেটা স্ক্রেপিং ও সিস্টেম ম্যানিপুলেশনের বিরুদ্ধে লড়াই চালাতেই এমন সিদ্ধান্ত।
তবে এই ধরনের নিয়ম চালু করার ক্ষেত্রেও বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ী এলন মাস্ক নিজের ব্যবসার বিষয়টিকেই সামনে রেখেছেন। কারণ টুইট পড়ার সংখ্যার ক্ষেত্রে ভাগ করে দিয়েছে তার সংস্থা। প্রতিটি ব্যবহারকারীর ক্ষেত্রে একই নিয়ম জারি হচ্ছে না। নিয়মের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। এই ভিন্নতা রাখার মধ্য দিয়েই এলন মাস্ক নতুন করে ব্যবসা গোছাতে চায়ছেন বলে অভিযোগ ব্যবহারকারীদের।
নতুন নিয়ম অনুসারে যে সকল twitter ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফাইড তারা প্রতিদিন ৬০০০ টুইট পড়তে পারবেন। কিন্তু যাদের অ্যাকাউন্ট ভেরিফাইড নয় তারা প্রতিদিন সর্বোচ্চ ৬০০টি টুইট পড়তে পারবেন। আবার একদম নতুন যারা অ্যাকাউন্ট খুলেছেন, তাদের অ্যাকাউন্ট যদি ভেরিফাইড না হয় তাহলে তারা সর্বোচ্চ ৩০০ টি টুইট পড়তে পারবেন দিনে।
To address extreme levels of data scraping & system manipulation, we’ve applied the following temporary limits:
– Verified accounts are limited to reading 6000 posts/day
– Unverified accounts to 600 posts/day
– New unverified accounts to 300/day— Elon Musk (@elonmusk) July 1, 2023
তবে এই নিয়ম হয়তো বেশি দিন চলবে না বলেই মনে করা হচ্ছে। কারণ এলন মাস্ক নতুন এই নিয়ম সম্পর্কে জানানোর পরেই আবার জানিয়েছেন, টুইট পড়ার সংখ্যা খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেওয়া হবে। ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে, তারা ৮০০০, নন ভেরিফাইড অ্যাকাউন্ট যাদের রয়েছে তারা ৮০০ এবং নতুন নন ভেরিফাইড অ্যাকাউন্ট যাদের তারা ৪০০ টুইট পড়তে পারবেন দিনে।