নিজস্ব প্রতিবেদন : কলকাতায় সরকারি অথবা বেসরকারি বাস ছাড়া অন্যান্য যে সকল যানবাহন সবচেয়ে বেশি জনপ্রিয় তা হলুদ ট্যাক্সি (Yellow Taxi)। বছরের পর বছর ধরে এই হলুদ ট্যাক্সি কলকাতায় আগত মানুষদের এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে চলছে। শুধু কলকাতায় আগত মানুষদের নয়, পাশাপাশি কলকাতার বাসিন্দারাও এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য হলুদ ট্যাক্সির উপর ব্যাপকভাবে নির্ভর করে আসছেন। যদিও সম্প্রতি এই বাজারের বড় অংশ দখল করেছে ওলা (Ola), উবেরের (Uber) মত পরিষেবা।
হাতে স্মার্টফোন থাকলেই এই সকল ওলা, উবেরের মত অ্যাপ ব্যবহার করে অনায়াসে বুকিং করে নেওয়া যায় গন্তব্যের যানবাহন। ওলা, উবেরের মত এমন পরিষেবায় রীতিমত হলুদ ট্যাক্সি চালকদের মাথায় হাত পড়তে শুরু করে। কেননা তাদের ডিমান্ড দিন দিন পাচ্ছে। এই পরিস্থিতিতে হলুদ ট্যাক্সি বাঁচাতে রাজ্য সরকারের তরফ থেকে যাত্রী সাথী (Yatri Sathi app) অ্যাপ লঞ্চ করা হয়েছে। নতুন এই অ্যাপ লঞ্চ হওয়ার ফলে এখন স্মার্ট ফোন থেকেই হলুদ ট্যাক্সি বুক করা যাবে আর বুকিং করার সঙ্গে সঙ্গেই মিলবে ভাড়া থেকে অন্যান্য সব তথ্য।
নতুন এই অ্যাপ লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই হাওড়া রেল স্টেশন এলাকা থেকে তুলে দেওয়া হয়েছে হলুদ ট্যাক্সির প্রিপেড বুকিং বুথ। এই বুথ তুলে দেওয়ার ফলে এখন অসুবিধায় পড়েছেন অনেক যাত্রী। কেননা এখন এই নতুন অ্যাপ সম্পর্কে অনেক যাত্রীই জানেন না। অনেকেই জানেন না এই অ্যাপ কিভাবে ইন্সটল করতে হবে অথবা রেজিস্ট্রেশন করতে হবে। আবার অনেক প্রবীণ নাগরিক রয়েছেন যারা স্মার্টফোন ব্যবহার করেন না। আবার নতুন এই প্রযুক্তির ফলে রাস্তায় দাঁড়িয়ে দরদাম করে ট্যাক্সি ভাড়া করার দিনও শেষ।
এর ফলে হলুদ ট্যাক্সি বুকিং করার ক্ষেত্রে নতুন যে নিয়ম আনা হয়েছে সেই নিয়ম যেমন যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত অনেক সহজ হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই রকমই আবার বহু যাত্রীর কাছে এই ব্যবস্থা একেবারেই অসুবিধার কারণ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে এবার হলুদ ট্যাক্সি বহু যাত্রী যারা স্মার্টফোন ব্যবহার করেন না অথবা ঠিকঠাক ব্যবহার জানেন না তাদের কাছে যেন দুষ্প্রাপ্য হয়ে দাঁড়ালো।
নতুন এই নিয়ম এবং নতুন এই অ্যাপ পরিষেবা আসার পর এবার যারা হাওড়া অথবা কলকাতার মতো জায়গায় যাবেন তাদের হলুদ ট্যাক্স এর জন্য নতুন নিয়ম মেনে চলতে হবে। সুতরাং এবার কলকাতায় হলুদ ট্যাক্সি বুকিং করার জন্য যাত্রী সাথী মোবাইল অ্যাপ ইন্সটল করে রাখতে হবে। আর তা না হলে সমস্যায় পড়বেন যাত্রীরা।