নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে দেশের বড় সংখ্যার মানুষ ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহার করে থাকেন। ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা থাকার ফলেই এর প্রচলন দিন দিন বেড়ে চলেছে। আমরা প্রত্যেকেই জানি ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রথমে টাকা না দিয়েই জিনিসপত্র কেনা যায় অথবা যেকোনো পেমেন্ট করা যায়। পরে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা পেমেন্ট করতে হয়। এই ব্যবস্থা বহু মানুষের কাছেই দুঃসময়ে বন্ধু হয়ে দাঁড়ায়।
বিভিন্ন ব্যাংকের যেমন ক্রেডিট কার্ড রয়েছে ঠিক সেই রকমই ক্রেডিট কার্ড রয়েছে এইচডিএফসি ব্যাংকেরও (HDFC Bank)। এমনকি বর্তমান পরিসংখ্যান দেখলে লক্ষ্য করা যাবে এইচডিএফসি ব্যাংকের বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড বহু মানুষের হাতেই পৌঁছে গিয়েছে। তবে এবার এইচডিএফসি ব্যাংকের দুই ধরনের ক্রেডিট কার্ডের নিয়মে বদল আনা হলো। আর সেই বদল না জানলে বাড়তি টাকা খসবে গ্রাহকদের পকেট থেকে।
এইচডিএফসি ব্যাঙ্ক ডিসেম্বর মাসের শুরু থেকেই তাদের দুটি ক্রেডিট কার্ডের নিয়মে বদল এনেছে। যে দুটি ক্রেডিট কার্ডের নিয়মে বদল আনা হয়েছে সেই দুটি ক্রেডিট কার্ড হলো রেগালিয়া ক্রেডিট কার্ড এবং মিলেনিয়া ক্রেডিট কার্ড। এই দুটি ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কোন নিয়মে বদল আনা হলো চলুন দেখে নেওয়া যাক। এই দুটি ক্রেডিট কার্ডের যে নিয়মে বদল আনা হয়েছে সেই বদল আপনার ওপর কতটা প্রভাব ফেলবে।
আরও পড়ুন ? HDFC Home Loan: নতুন সুদের হার দেখে মাথায় HDFC গ্রাহকদের, হোম লোনে এবার বেড়ে গেল খরচ
এইচডিএফসি ব্যাঙ্ক তাদের রেগালিয়া এবং মিলেনিয়া ক্রেডিট কার্ডের ক্ষেত্রে মূলত লাউঞ্জ অ্যাক্সেস নিয়মে বদল আনা হয়েছে। নতুন যে নিয়মের কথা বলা হয়েছে সেই নিয়ম অনুযায়ী এবার ক্রেডিট কার্ডের ব্যয়ের পরিমাণের উপর ভিত্তি করে লাউঞ্জ অ্যাক্সেস পাওয়া যাবে। ব্যাংকের তরফ থেকে আগেও এই বিষয়টি সম্পর্কে গ্রাহকদের জানানো হয়েছিল। এবার এই বিষয়টি পুরোপুরিভাবে নিয়মের আওতায় আনা হলো।
নতুন নিয়ম অনুসারে যে সকল গ্রাহকদের এইচডিএফসি ব্যাংকের রেগালিয়া এবং মিলেনিয়া ক্রেডিট কার্ড রয়েছে তারা যদি বিমানবন্দর লাউঞ্জ অ্যাক্সেস পেতে চান তাহলে তাদের প্রতি ত্রৈমাসিকে অন্ততপক্ষে এক লক্ষ টাকা খরচ করতে হবে। এই খরচ করার পর রেগালিয়া ক্রেডিট কার্ড গ্রাহকদের রেগালিয়া স্মার্ট বাই পেজে গিয়ে লাউঞ্জ বেনিফিট ও লাউঞ্জ অ্যাক্সেস ভাউচারে যেতে হবে। অন্যদিকে যাদের মিলেনিয়া ক্রেডিট কার্ড রয়েছে তারা নির্দিষ্ট খরচ করার পর একটি মিলেনিয়া মাইলস্টোন পেজের লিংক এসএমএসে পাবেন এবং সেখান থেকে লাউঞ্জ অ্যাক্সেস ভাউচার পেতে হবে।
Advertisements