ট্রেনের মিডিল বার্থে শোয়ার কি নিয়ম, কি বলছে রেলের নির্দেশিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গণপরিবহন বিশেষ করে দূরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য অধিকাংশ ভারতীয় ট্রেনের উপর নির্ভরশীল। ট্রেনের বিপুল চাহিদার কারণে ভারতীয় রেলের তরফ থেকে প্রতিনিয়ত এই রেল পরিষেবাকে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। রেল পরিষেবাকে সাজানোর পাশাপাশি যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেও একাধিক নিয়ম রয়েছে ভারতীয় রেলের।

Advertisements

যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে মিডিল বার্থে যে সকল যাত্রীরা সফর করেন, তাদের সফরের জন্য যেন অন্য কোন যাত্রীর অসুবিধা না হয়, সেই দিকে তাকিয়ে ভারতীয় রেল বেশ কিছু নিয়ম জারি করেছে। মিডিল বার্থে সফর করার আগে এই নিয়ম জেনে রাখা প্রয়োজন যাত্রীদের।

Advertisements

অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় ট্রেন চলা শুরু করার সঙ্গে সঙ্গে মিডিল বার্থের যাত্রীরা বার্থ খুলে দেন। এই মিডিল বার্থ খুলে দেওয়ার ফলে লোয়ার বার্থে যে যাত্রী সফর করছেন তার সফর করার ক্ষেত্রে নানান সমস্যা তৈরি হয়। ঠিকঠাক বসে থাকা যায় না, আবার নড়াচড়া করার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যা দূরীকরণের জন্য রেল বোর্ড একটি নিয়ম চালু করেছে।

Advertisements

রেলের নিয়ম অনুসারে, মিডিল বার্থধারী যাত্রী ট্রেনে সফর করা কালীন তার মিডিল বার্থ খুলে রাখতে পারবেন রাত্রি ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত। বাকি সময় কিন্তু ওই যাত্রী মিডিল বার্থ খুলে রাখতে পারবেন না। এক্ষেত্রে কোনো যাত্রী যদি এই নির্ধারিত সময়ে ছাড়া মিডিল বার্থ খোলার চেষ্টা করেন তাহলে আপনি বাধা দিতে পারেন।

একইভাবে মিডিল বার্থ বন্ধ করে রাখা অবস্থায় ওই বার্থের যাত্রী নিচের অর্থাৎ লোয়ার বার্থে বসতে পারবেন। অনেক ক্ষেত্রে আবার লোয়ার বার্থের যাত্রী মধ্যরাত পর্যন্ত জেগে থাকেন। সে ক্ষেত্রে মিডিল বার্থের যাত্রা অসুবিধা হয়ে থাকে। এই কারণে যাতে কারোর কোন অসুবিধা না হয় তার জন্য ভারতীয় রেলের তরফ থেকে এই নিয়ম লাগু করা হয়েছে।

Advertisements