নিজস্ব প্রতিবেদন : চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হওয়ার দরুন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার ফলাফল বের করার ক্ষেত্রে নতুন পদ্ধতি অবলম্বন করে। নতুন সেই পদ্ধতি অনুসারে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সেই ফলাফলের ভিত্তিতে নজর কেড়েছিল মুর্শিদাবাদের কান্দির উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রুমানা সুলতানা।
উচ্চমাধ্যমিকে সে প্রথম স্থান অধিকার করে নম্বর পেয়েছিল ৫০০-এর মধ্যে ৪৯৯। পরীক্ষা না হওয়াই তার এই প্রাপ্ত নম্বর নিয়ে সোশ্যাল মিডিয়ায় চরম বিতর্ক শুরু হয়। তবে এই রুমানাই এবার সর্বভারতীয় মেডিকেলে নতুন করে চমক দিল। সর্বভারতীয় মেডিকেলে সে ১,০৫৭ ব়্যাঙ্ক করে এই চমক দিয়েছে। NEET অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্টেও তার প্রাপ্ত নম্বর ৯৯.৫ শতাংশ।
রুমানা মুর্শিদাবাদের কান্দির ১১ নং ওয়ার্ল্ডের হোটেল পাড়ার বাসিন্দা। সে কান্দির মনীন্দ্র চন্দ্র গার্লস স্কুলে পড়াশোনা করেছে। তার বাবা রবিউল আলম ভরতপুর থানার অচলা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক এবং মা সুলতানা পারভীন ভরতপুরের গয়সাবাদ অচলা বিদ্যামন্দিরে শিক্ষিকা। স্বাভাবিকভাবেই শিক্ষার জন্য এক সুপরিবেশেই তার ছোট থেকে বড় হয়ে ওঠা।
রুমানা ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ছিল ৬৮৬। সেই বার সে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করে। এরপর বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পড়াশোনা শুরু করে রুমানা। উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করার লক্ষ্য নিয়েই ঝাঁপিয়ে পড়ে সে।