নিজস্ব প্রতিবেদন : কয়েকদিন ধরেই সম্ভাবনা তাড়া করে বেড়াচ্ছিল। সেই সম্ভাবনা বাস্তব রূপ নিল বৃহস্পতিবার। এদিন সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন রুশ সেনাকে। রাশিয়া-ইউক্রেন এই সংঘাত নিয়ে চিন্তিত ছিল আন্তর্জাতিক মহল।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, রাশিয়া-ইউক্রেন ঠান্ডা লড়াইয়ের পর এই সংঘাত বড় সংকট বিশ্বের কাছে। এই দুই দেশের লড়াই বিশ্বজুড়ে আমজনতার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে। স্বাভাবিকভাবে সেই প্রভাব থেকে রক্ষা পাবে না ভারত। ভারতীয়দের ভাঁড়ারেও টান পড়তে পারে এই যুদ্ধের কারণে। কারণ বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এমনিতেই বৃহস্পতিবার সকালে যুদ্ধ ঘোষণা হওয়ার পর সেনসেক্স ১৪০০+ পয়েন্ট এবং নিফটি ৪০০+ নেমেছে।
রাশিয়া-ইউক্রেন এই যুদ্ধের ফলে দাম বাড়তে পারে প্রাকৃতিক গ্যাসের। প্রাকৃতিক গ্যাস ছাড়াও অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যেই বেড়ে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৯৬.৭ ডলার। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের পর এটাই সর্বোচ্চ দাম। রাশিয়া অপরিশোধিত তেলের অন্যতম উৎপাদক দেশ। যে কারণে মনে করা হচ্ছে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার হতে সময় নেবে না।
অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি বিশ্বের জিডিপিতে প্রভাব ফেলবে। শুধু তাই না, জেপি মর্গ্যানের বিশ্লেষণ অনুযায়ী, অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১৫০ ডলার পৌঁছে যেতে পারে। আর এমনটা হলে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার কমে যেতে পারে ০.৯ শতাংশ। এর পাশাপাশি দাম বাড়তে পারে এলপিজি অর্থাৎ রান্নার গ্যাস এবং কেরোসিনের।
গত কয়েক বছর ধরে ভারতে পেট্রোল-ডিজেলের দাম ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শিরে সংক্রান্তি হতে পারে ভারতের জন্য। কারণ ভারত প্রয়োজনীয় তেলের ৮০ শতাংশ আমদানি করে থাকে। স্বাভাবিকভাবেই নতুন করে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে এই জ্বালানির দাম বৃদ্ধি পেলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপরেও তার প্রভাব পড়বে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দাম বাড়াবে গমের। কারণ রাশিয়া এবং ইউক্রেন এই দুটি দেশই গম উৎপাদনের জন্য বিশ্বের অন্যতম গম উৎপাদক দেশ। গম উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে রাশিয়া দ্বিতীয় এবং ইউক্রেন চতুর্থ। এই গম উৎপাদক দ্বিতীয় এবং চতুর্থ দেশের মধ্যে যুদ্ধ রপ্তানিতে প্রভাব ফেলবে। এই পরিস্থিতিতে যদি কৃষ্ণ সাগর থেকে সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে তাৎপর্যপূর্ণ ভাবে বৃদ্ধি পেতে পারে গমের দাম। কারণ বিশ্বে যে পরিমাণ কম রপ্তানি হয় তার চার ভাগের এক ভাগ রপ্তানি হয়ে থাকে এই দুটি দেশ থেকে।
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে দাম বাড়তে পারে ধাতুর। প্যালাডিয়াম নামক ধাতুর দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই ধাতুর ব্যবহার হয়ে থাকে অটোমোটিভ এক্সহস্ট সিস্টেম এবং মোবাইল ফোনে। রাশিয়া হলো বিশ্বের মধ্যে সবচেয়ে বড় প্যালাডিয়াম ধাতু রপ্তানিকারক দেশ। সুতরাং এই ধাতুর দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।