উচ্চমাধ্যমিকে কত নম্বর পেল সারেগামাপা ২০২১-এর বিজয়ী নীলাঞ্জনা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত শুক্রবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। গত দু’বছর পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পাশাপাশি মেধা তালিকা প্রকাশিত হয় চলতি বছর। এই মেধা তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যায় ২৭২ জন মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে রাজ্যের মানুষদের মধ্যে আলাদা কৌতুহল থাকার পাশাপাশি আরও একটি কৌতুহল রয়েছে সারেগামাপা ২০২১ বিজয়ী নিলাঞ্জনা রায় পরীক্ষায় কত নম্বর পেলে তা নিয়ে।

Advertisements

২০২১-এর জাতীয় স্তরে সারেগামাপা রিয়েলিটি শোতে নীলাঞ্জনা রায়ের বয়স ছিল সবচেয়ে কম। তবে তার বয়স সবচেয়ে কম হলেও তার কণ্ঠস্বরের যাদুতে মুগ্ধ হয় সকলে। শেষমেষ তার হাতেই এই সিজনের বিজয়ীর পুরস্কার আসে। মাত্র ১৯ বছর বয়সে জাতীয় স্তরে এই ধরনের প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করে নীলাঞ্জনা বাংলার মুখ উজ্জ্বল করে।

Advertisements

রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করা সহ বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করার পাশাপাশি আলিপুরদুয়ার নিবাসী নীলাঞ্জনা এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষাও দেয়। সেই পরীক্ষা দেওয়ার পর শুক্রবার ফলাফল প্রকাশ হতে সে তার ফলাফল নিয়ে তার অনুরাগীদের সঙ্গে তা ভাগ করে নেয়। সোশ্যাল মিডিয়ায় সে তার রেজাল্ট পোস্ট করে জানিয়ে দেয় কত নম্বর পেয়েছে।

Advertisements

এত অল্প বয়সে এমন তারকা হয়ে ওঠার পরও যেভাবে নিজের রেজাল্ট সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে তা বেশ প্রশংসনীয়। সোশ্যাল মিডিয়ায় নিজের রেজাল্ট আপলোড করার সঙ্গে সঙ্গে তার অনুরাগীদের থেকে আসতে শুরু করে উষ্ণ অভ্যর্থনা। উষ্ণ অভ্যর্থনা আসার পাশাপাশি নীলাঞ্জনা পাল্টা ধন্যবাদও জানিয়েছে।

নীলাঞ্জনা এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পেয়েছে ৪৩৮। A+ পেয়েছে সে। নিজের ফলাফল প্রকাশ করার পাশাপাশি নীলাঞ্জনা লিখেছে, “এটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা আর উৎসাহ পেয়ে। সারেগামাপা ২০২২-এর পর যখন হিমশিম খাচ্ছিলাম পড়াশোনা নিয়ে আপনারাই পাশে দাঁড়িয়েছিলেন। খুব কম সময় পেয়েছিলাম প্রস্তুতির জন্য। আমার সকল শিক্ষক, আমার মা-বাবা, আমার গুরু, আমার দর্শকদের ধন্যবাদ জানাতে চাই। ভালোবাসি আমপানাদের। আমার গান শুনুন, আমার পাশে থাকুন। আর এভাবেই উৎসাহ দিন।”

Advertisements