করোনাভাইরাসের বাড়বাড়ন্তের মূহুর্তে হাত ধোয়ার সঠিক নিয়ম শেখালেন মাস্টার ব্লাস্টার শচীন

নিজস্ব প্রতিবেদন : ভীতির ওপর নাম যেন করোনাভাইরাস। চীন থেকে এই ভাইরাসের সংক্রমণ শুরু হয়। চীনে এই ভাইরাসে সংক্রমণের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। ভারতেও এই ভাইরাসের প্রকোপ দেখা গেছে। ভারতে এখন অব্দি করনা সংক্রমণের সংখ্যা ৩১ জন। যদিও জানা গেছে যে ভারতে বসবাসকারী কোন মানুষের মধ্যে এই রোগ হয়নি। যাদের মধ্যে এই রোগের লক্ষণ দেখা গেছেন তারা প্রত্যেকেই অন্যান্য দেশ থেকে ঘুরে এসে ভারতবর্ষে এসেছেন। শুধু ভারতই নয় ইরাক, ইরান, আমেরিকা, ইতালিতেও এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

ভারত সরকার ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছেন, জরুরী বিজ্ঞপ্তি দিয়েছেন। যে বিজ্ঞপ্তি মধ্যে বলেছেন যে এই ভাইরাসকে রোধ করতে গেলে আক্রান্ত মানুষজন বা পশু পাখির থেকে দূরে থাকতে হবে। এছাড়া বারংবার গরম জলে চোখ মুখ ধোয়ার কথা বলা হয়েছে। অ্যালকোহল বেসড সাবান দিয়ে বারবার হাত ধুতে বলেছেন। হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার করতে বলা হয়েছে। এই ভাইরাসের সংক্রমণ আটকাতে যত্রতত্র থুতু ও মলমূত্র ত্যাগ করতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যেই যোগী সরকার এই ভাইরাসের আতঙ্কের ফলেই একটি নির্দেশিকা জারি করেছিলেন। যেখানে তিনি সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেছিলেন যে বিভিন্ন অফিসে তারা যেন থুতু দিয়ে ফাইলের পাতা না ওল্টান। সংক্রামক রোগের থেকে বাঁচতে এগুলি আমাদের করণীয়। অযথা আতঙ্ক ছড়াতেও মানা করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

ধর তক্তা মার পেরেকের মতো হাত আমরা প্রত্যেকেই ধুয়ে নিচ্ছি। কিন্তু এই হাত ধোয়াটা কি ঠিকঠাক হচ্ছে? সত্যি কি এতে আমাদের বিভিন্ন রকম জীবাণু থেকে মুক্তি ঘটছে? হাত ধোয়ার সঠিক পদ্ধতি কি আপনি জানেন?আমরা অনেকেই এটি জানিনা। তাই এই পরিস্থিতির মধ্যে পথ বাতলে দিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

শচীন টেন্ডুলকার এই ভীতির পরিস্থিতিতে তার ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে তিনি দেখিয়েছেন যে , কিভাবে হাত ধোয়া উচিত! UNICEF-এর United Nations Children’s Fund এর দায়িত্ব প্রাপ্ত এই মাস্টার বলেছেন, সাবান দিয়ে হাত ধোয়ার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। শুধু হাত ধুলেই হয়না। এই নির্দিষ্ট পদ্ধতিটি ঠিক কী তাই তিনি দেখিয়েছেন তার ভিডিওতে।

ট্যুইটারে এই ভিডিওটি পোস্ট করেছেন তিনি। এখনো অব্দি আপনি যদি দেখে না থাকেন ভিডিওটি তাহলে এখনি একবার দেখে নিন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “করোনা ভাইরাস তাড়াতাড়ি নির্মূল হবে এই আশা রাখি। তার আগে আমদের নিজেদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে।”

ভিডিওটিতে তিনি দেখিয়েছেন যে অন্তত কুড়ি সেকেন্ড ধরে হাতের মধ্যে ঘসতে হবে সাবান তবেই হাত ধোয়া হবে।