Sachin Tendulkar Advisement: কোটি টাকাতেও মদ, সিগারেটের করেন না শচীন, কারণ জানলে গর্বে বুক ভরে যাবে

Sachin Tendulkar did not advertise alcohol-cigarettes despite paying crores of rupees: শুধু ভারতীয় ক্রিকেটেই নয় গোটা বিশ্বে তার নামটুকুই যথেষ্ট। তিনি আর কেউ নন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর। এখন তিনি খেলা থেকে অবসর নিলেও টানা ২৪ বছর ভারতের বই আন্তর্জাতিক স্তরে তিনি ক্রিকেট খেলে গেছেন। তার প্রতিভার কথা যত বলা যায় তত কম। তার ভক্তের সংখ্যা অগণিত, অসংখ্য। ভক্তরাও তাকে ভারতীয় ক্রিকেটের ভগবান বলে মনে করে। তার এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে উদগ্রীব হয়ে থাকে তার অনুগামীরা। এই স্বনামধন্য ক্রিকেটার কেন কোনদিনও মদ কিংবা সিগারেটের বিজ্ঞাপন (Sachin Tendulkar Advisement) করেননি?

শচীন তেন্ডুলকারের কীর্তি সম্পর্কে যত শুনবেন তত অবাক হয়ে যাবেন। আপনি ভাবতেও পারবেন না তিনি সত্যিই এমনটা কেন করলেন। কেন সহজে কোটি টাকার প্রলোভনকে তিনি দূরে সরিয়ে রেখেছেন? আপনারা এই কিংবদন্তিকে কোনদিনই কোন মদ কিংবা সিগারেটের বিজ্ঞাপনে (Sachin Tendulkar Advisement) দেখতে পাবেন না, আসলে তিনি হলেন সম্পূর্ণ অন্য রকমের। তিনি বরাবর তার বাবা প্রয়াত রমেশ তেন্ডুলকারের ক্রিকেট কেরিয়ার এবং তার সাধারণ জীবনের ইতিবাচক প্রভাব সম্পর্কে কথা বলেছেন।

বুধবার শচীন তেন্ডুলকার তার বাবার কথা স্মরণ করতে গিয়ে আবারও আবেগপ্রবণ হয়ে পড়েন। তার প্রয়াত বাবার একমাত্র ইচ্ছা ছিল যে, শচীন হবে সবার কাছে একটি আদর্শ রোল মডেল। তার জন্য তিনি সব সময় চাইতেন যে শচীন কখনোই যেন তামাকজাত দ্রব্য কিংবা অ্যালকোহলকে সমর্থন না করে। বাবার ইচ্ছাকে সম্মান জানানোর জন্যই শচীন টেন্ডুলকার কোনদিনও এই ধরনের বিজ্ঞাপন (Sachin Tendulkar Advisement) করতে রাজি হননি।

আসলে ৩১শে মে ছিল বিশ্ব তামাকমুক্ত দিবস। মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে মাস্টার ব্লাস্টার জানান যে, বাবার পরামর্শ ও ইচ্ছা কে সম্মান জানানোর জন্যই তিনি অতীতে বহুবার তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের (Sachin Tendulkar Advisement) অফার পেয়েও তাকে রাজি হননি। যখন শচীন ভারতের হয়ে খেলা শুরু করে তখন সবেমাত্র তিনি স্কুল থেকে বেরিয়েছেন।

সেই সময় বহু বিজ্ঞাপনের অফার তিনি পেয়েছিলেন। কিন্তু তার বাবা সব সময় তাকে পরামর্শ দিতেন কোটি কোটি টাকার বিনিময়ে যেন কোনদিন তিনি তামাকজাত দ্রব্য কিংবা অ্যালকোহলের বিজ্ঞাপন না করেন। শচীন টেন্ডুলকার তার জীবনে বহুবার এরকম বিজ্ঞাপনের অফার পেয়েছেন কিন্তু কোনদিনও তিনি রাজি হননি। শচীন আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেন যে, তার কেরিয়ারের প্রথম দুই বছরে যখন তার সহকর্মীরা চুটিয়ে সিগারেট ব্র্যান্ডের হয়ে প্রচার করতেন তখন তিনি তার ব্যাটে কোন সিগারেট ব্র্যান্ডের স্টিকার ব্যবহার করেননি।