Safest Bank: কোন কোন ব্যাঙ্ক দেশের সবচেয়ে সুরক্ষিত ব্যাঙ্ক! জানিয়ে দিল RBI

Antara Nag

Published on:

Advertisements

ভারতের বাজারে কোন ব্যাংক নিরাপদ (Safest Bank)? কোন ব্যাংকে টাকা রাখলে চোট হয়ে যাবে না। সাধারণ মানুষের মনে এখন এই প্রশ্নই বেশি ঘুরপাক খাচ্ছে। আসলে ক্রমশ বাড়তে থাকা মুদ্রাস্ফীতি কপালে ভাজ ফেলে দিচ্ছে সাধারণ মানুষদের। বাড়তি মুদ্রাস্ফীতির সাথে পাল্লা দিয়ে কমছে ব্যাংকগুলিতে সুদের হার। এর ফলে সাধারণ মানুষ নিরূৎসাহিত হয়ে পড়ছে ব্যাংকে টাকা রাখার জন্য। অপরদিকে আমেরিকায় (America) ব্যাংকিং ব্যবস্থা নিয়ে যে টালমাটাল অবস্থা দেখা দিয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো পর্যন্ত যে শোচনীয় অবস্থা বিদ্যমান, তা দেখে সাধারণ মানুষের মনে ব্যাংকগুলি নিয়ে সন্দেহের অবকাশ নেই।

Advertisements

মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং সেক্টরে যে দুরবস্থা পরিলক্ষিত হয়েছে, তার ভিত্তিতে মানুষের মনে একটি ভীতি জন্মেছে যে ব্যাংকে টাকা রাখাটা নিরাপদ (Safest Bank) হবে কিনা? তার কারণ একজন সাধারণ মানুষ তার জীবনের সবটুকু সঞ্চয় কোন না কোন ব্যাংকেই গচ্ছিত রাখেন। তাই কোন ব্যাংকের গণেশ উল্টোলে, সেই সমস্ত ব্যক্তিদের পথে বসা ছাড়া আর কোন উপায় থাকবে না।

Advertisements

বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণ সরকারি ব্যাংকগুলি থেকে বেসরকারি ব্যাংক সব সেক্টরে তাদের কষ্টের উপার্জন সঞ্চয় করে রাখছেন। তাই প্রত্যেকটি মানুষ যখন একই চিন্তায় ভুগছেন যে আদৌ তারা ব্যাংকে টাকা (Safest Bank) রেখে ঠিক করছেন কিনা! ঠিক সেই মুহূর্তে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) সকলকে নিশ্চিত করে একটি তালিকা প্রকাশ করল যেখানে সবচেয়ে নিরাপদ ব্যাংকগুলির (Safest Bank) নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

Advertisements

একটি পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতে বর্তমানে পাবলিক সেক্টর ব্যাংকের সংখ্যা (Public Sector Banks in India) মোট ১২ টি। আর প্রাইভেট সেক্টর ব্যাংকের (Private Sector Banks in India) সংখ্যা আপাতত ২১ টি। RBI এর তালিকা অনুযায়ী যে তিনটি ব্যাংক সবচেয়ে নিরাপদ বলে পরিগণিত হয়েছে সেই তিনটি ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India), এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) ও আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank)।

SBI দেশের সবথেকে বড় সরকারি ব্যাংক, যার ২২ হাজারের বেশিও শাখা রয়েছে সারা ভারত জুড়ে। আর এই ব্যাংকে গ্রাহক সংখ্যা এখনো পর্যন্ত ৪৪ কোটি। HDFC এর সারা দেশজুড়ে শাখা রয়েছে প্রায় ৭৮২১ টি। এই ব্যাংকের গ্রাহক সংখ্যা এখনো পর্যন্ত ৭ কোটি খানিক বেশি। ICICI ব্যাংকের শাখা সংখ্যা রয়েছে ৫২৭৫ টি। এই ব্যাংকে গ্রাহক সংখ্যা আপাতত ৫ কোটির একটু বেশি।

আসলে উল্লেখিত তিনটি ব্যাংকের ওপর সর্বদাই কড়া নজর রাখে RBI। ব্যাংকে যে কোন প্রকার আর্থিক পরিষেবা থেকে শুরু করে বড় বড় ঋণ প্রদান সব ক্ষেত্রেই তৎপর RBI। এমনকি বেঙ্গলি যদি কোন নিয়মের লংঘন করে তবে সেক্ষেত্রে তাদেরকে জরিমানা পর্যন্ত দিতে হয়। তাই সব দিক থেকে বিচার করলে এই তিনটি ব্যাংকের কখনোই ডুবে যাওয়া সম্ভব নেই।

Advertisements