তিনদিনের একনাগাড়ে বৃষ্টিতে জলের তলায় সাঁইথিয়া ফেরিঘাট

চন্দন কর্মকার : বর্ষা নয়, নিম্নচাপের জেরে তিনদিনের একনাগাড়ে বৃষ্টিতে কোপ সাঁইথিয়ায় ময়ূরাক্ষী নদীর উপর থাকা ফেরিঘাটে। গত তিনদিনের বৃষ্টিতে ময়ূরাক্ষী নদীতে জল বাড়ায় শনিবার সকাল থেকে সাঁইথিয়ায় ময়ূরাক্ষী নদীর উপর থাকা ফেরিঘাটের উপর দিয়ে বইছে জল। যে কারণে এই অস্থায়ী ফেরিঘাট দিয়ে যাতায়াত আপাতত বন্ধ। অস্থায়ী ফেরিঘাটে যাতায়াত বন্ধ হওয়ার কারণে সাঁইথিয়া এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে।

ফেরিঘাটের উপর দিকে জল বয়ে যাওয়ার ফলে সাময়ীকভাবে ফেরিঘাটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বীরভূমের সাঁইথিয়া, বোলপুর, রামপুরহাট সহ বহরমপুরের সাথে। যাতায়াত করতে বাসিন্দাদের ঘুরতে হবে কমপক্ষে ৭ কিলোমিটার রাস্তা।

তবে এই ঘটনা প্রথম নয়, ময়ূরাক্ষী নদীতে জল এমন ঘটনা ঘটে। প্রতিবছর বর্ষার জল নামলে সাঁইথিয়ায় ময়ূরাক্ষী নদীর উপর এই জায়গায় মাটি দিয়ে একটি অস্থায়ী ফেরিঘাটের ব্যবস্থা করা হয় যাতায়াতের জন্য। যা দিয়ে প্রতিদিন অন্তত অজস্র মানুষ বীরভূমের এপ্রান্ত থেকে ওপ্রান্তে যাতায়াত করেন।

ফেরিঘাটের উপর দিয়ে জল বয়ে যাওয়ার কারনে ঝুঁকি নিয়ে ওই রাস্তায় মানুষের যাতায়াত রুখতে ইতিমধ্যে সাঁইথিয়া থানার পুলিশের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, মোতায়েন করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার।