সাঁইথিয়ার কল্যাণপুরে উদ্ধার ৪০টি তাজা বোমা, গ্রেপ্তার ১২

চন্দন কর্মকার : গত মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত কল্যাণপুর গ্রাম। পুরাতন কয়েনের ব্যবসাকে কেন্দ্র করে এলাকার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে বলে অভিযোগ। সংঘর্ষে ব্যাপক বোমাবাজির সাথে চলে গুলি। সেই গুলিতে প্রাণ হারায় ২৬ বছর বয়সী ইনসান নামে এক তৃণমূল কর্মী।

পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় ব্যাপক পুলিশবাহিনী। সাঁইথিয়া থানার পুলিশের তরফ থেকে পুলিশি প্রিকেট বসানোর পাশাপাশি চলে জোর তল্লাসি। সেই তল্লাশিতে ওই এলাকা থেকে উদ্ধার হয় এক ড্রাম ভর্তি ৪০ টি তাজা বোমা। ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয় ১২ জনকে।

কল্যাণপুরে গত মঙ্গলবার এই ঘটনায় জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর নাম। যদিও তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে গ্রাম্য বিবাদ বলে দাবি করে। অন্যদিকে বিজেপির দাবি, রাজনীতি করতে এসে প্রাণ হারাতে হচ্ছে তরতাজা যুবকদের।

তবে বারবার বীরভূমে মাটিতে এইভাবে তাজা বোমা উদ্ধার নিয়ে রীতিমতো আতঙ্কিত বীরভূমের বাসিন্দারা। শুধু তাজা বোমা উদ্ধারই নয়, যে কোন ঘটনাকে কেন্দ্র করেই বোমাবাজির অভিযোগ তুলছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা।