তাক লাগানো বেতন পাবেন মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে টানাপোড়েন চলে রাজ্য ও কেন্দ্রের মধ্যে। এই টানাপোড়েনের মাঝে শেষমেশ আলাপন বন্দ্যোপাধ্যায় নিজের কর্মজীবনের মেয়াদ বৃদ্ধি না করে ৩১ মে অবসর নেন। তবে অবসর নিলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করেন। আর এরপর ১ জুন থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় নিজের নতুন কর্মজীবন শুরু করলেন।

Advertisements

Advertisements

আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসর গ্রহণের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রশংসা করেন। তিনি জানান, মুখ্য সচিব হিসাবে দুর্দান্ত কাজ করেছেন IAS আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক সূত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আর এর পরেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করায় তা রাজ্যে নজিরবিহীন ঘটনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি মুখ্য উপদেষ্টা হিসাবে নিজের নতুন কর্মজীবন শুরু করার সাথে সাথে আলাপন বন্দ্যোপাধ্যায় ভারতীয় রাজনীতির ইতিহাসের পাতায় নাম লিখিয়ে নিলেন।

Advertisements

মুখ্য উপদেষ্টা হিসাবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বা কাজ

আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করার সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাজ অর্থাৎ ভূমিকা নিয়ে জানান, কোন ইস্যুতে মুখ্যমন্ত্রীর যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় সেক্ষেত্রে সেই পরামর্শ দেবেন মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি আগামী দিনে তাকে আর কি কি দায়িত্ব দেওয়া হবে তা অর্থ মন্ত্রকের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আলাপন বন্দ্যোপাধ্যায়ের বেতন

মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসাবে নতুন কর্মজীবন শুরু করার সাথে সাথে স্বাভাবিকভাবেই আগের তুলনায় আরও বেশ কিছুটা গুরু দায়িত্ব বেড়ে গেল আলাপন বন্দ্যোপাধ্যায়ের। তবে এক্ষেত্রে এই নতুন পদে আসিন আলাপন বন্দ্যোপাধ্যায় স্বাধীনভাবে কাজ করতে পারবেন বলেও মত পোষণ করেছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

এই গুরুদায়িত্ব বাড়ার সাথে সাথে অনেকের মধ্যেই প্রশ্ন তাহলে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বেতন কত হতে চলেছে? গুরুদায়িত্ব যেমন বাড়ছে, তেমনই বেতনও তাক লাগানো। সেই প্রশ্নের উত্তর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মুখ্য উপদেষ্টা হিসাবে নিয়োগ করার সাথে সাথেই ঘোষণা করেন। বেতন সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আলাপন বন্দ্যোপাধ্যায় এই নতুন পদের জন্য মাসিক আড়াই লক্ষ টাকা করে বেতন পাবেন। এর পাশাপাশি সমস্ত রকম সুবিধা তিনি পাবেন যেমনটা পেয়ে থাকেন উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা।

Advertisements